মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
হাটহাজারী পৌরসভাধীন মীরের হাট এলাকায় সিটি প্যালেস সংলগ্ন মাঠে সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন (চট্টগ্রাম বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, এইচ.এম মহিন উদ্দিন সভাপতি, সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, মোঃ জয়নাল আবেদীন সিনিয়র সহ-সভাপতি, সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম। প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আমি ধন্যবাদ জানাই সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরামের সকল সদস্যকে, যারা গরিব, অসহায় ও শীতার্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। আমি আশা রাখবো ভবিষ্যতেও গরিব, অসহায় মানুষের পাশে তারা দাঁড়াবে। সভাপতির বক্তব্যে এইচ.এম মহিন উদ্দিন বলেন, সৌদি আরব হাটহাজারী প্রবাসী জাতীয়তাবাদী ফোরাম এই সংগঠনটি সুচনালগ্ন থেকে গরিব ও অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে ও থাকবে। ইনশাআল্লাহ