বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকা সচেতনতামূলক সভা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সাতক্ষীরায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  যশোরে উন্নয়ন সংস্থা “রূপান্তর”এর আয়োজনে মানব পাচার প্রতিরোধ  বিষয়ক সভা অনুষ্ঠিত  বোয়ালখালীতে ৩’শ লিটার মদসহ গ্রেপ্তার ১ হাটহাজারীতে বিএনপি’র বর্ণাঢ্য র‍্যালিতে মীর হেলাল বাংলাদেশের সংকটে বারবার কান্ডারীর ভূমিকায় জিয়া পরিবার হাটহাজারীতে নাছির নামক আওয়ামী লীগ. নেতা গ্রেপ্তার! বোয়ালখালীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বিদ্যুৎকর্মীর তাহিরপুরে হাঁসের খামারে ভাঙচুর, পিটিয়ে মারা হলো ১০০ হাঁস চট্টগ্রামে দারোয়ানকে মারধর করে ১৯ গরু ডাকাতি  চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ

স্বাধীনতা আমার

লেখক ও কবি, রফিকুল ইসলাম ভুলুঃ
  • আপডেট সময় সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ২৮ বার পঠিত

 

লেখক ও কবি, রফিকুল ইসলাম ভুলুঃ

স্বাধীনতা আমার বিষন্নতার মাঝে অসহায়ত্বের মতো
আজ ঘুরে ফিরছে সকলের দ্বারে দ্বারে।
স্বাধীনতা ভাবছে কেউ কি পারবে
তার অস্তিত্বকে রাখতে ধরে?

হায়েনার দল ওরা থামেনি
থামবেও না কোনো দিন
রক্ত ঝরাচ্ছে অহরহ
সবুজ শ্যামল এই বাংলার মানচিত্রে।
তাই স্বাধীনতা কাঁদছে নিরব আঁধারে।

এই স্বাধীনতার জন্য ১৯৭১ সালে
লক্ষ প্রাণের তাজা রক্ত আর হাজারো মা-বোনের
সম্ভ্রম নিয়েছিলো কেড়ে যারা
আজ এই স্বাধীন বাংলাদেশে
ক্ষমতার মসনদে বসেছে তারা।

শুধু সময়ের অপেক্ষায়, সুযোগ পেলে
সবুজ বাংলার রক্তমাখা ঐ লাল সবুজের
বিজয় পতাকাটি সরিয়ে দিবে ওরা।

তাই স্বাধীনতা আজ তার ঐ লজ্জা মাখা মুখটি নিয়ে ভাবছে
কোথায় গিয়ে দাঁড়াবে কুল কিনারা খুঁজে বেড়াচ্ছে।

স্বাধীনতা ভাবছে কোথায় আজ
বীর উত্তম আর বীর বিক্রম?
বীর মুক্তিযোদ্ধা ও তার অনুসারীরা?

কেউ কি বেঁচে নেই?
নাকি সকলেই আখের গুছাচ্ছে?
অথবা ভয়ে কাতর হয়ে
মাথাটিনত করে দিচ্ছে
ঐ হায়ানাদের কাছে?

না – না – না, ওহে স্বাধীনতা
তুমি তা কখনও মনে করোনা।
আমরা আজও বেঁচে আছি
মাথাও নতো করিনি
ঐ হায়ানাদের কাছে।

তাই ভয় নেই তোমার, ভয় নেই
নির্ভয়ে-নিশ্চিন্তে, অবাধে বিচরণ করার-
অধিকার রয়েছে তোমার এই বাংলার বুকে।

আমরা কাপুরুষ নই, ভীতুও নই
বীরের এ জাতি সংগ্রহ করতে জানে
লড়াই করতে জানে এবং জীবনও দিতে পারে,
যেমনটি দিয়েছে ১৯৭১ সালে স্বাধীনতার জন্যে।

প্রয়োজন আবারো রক্ত দিবে তবুও এ স্বাধীনতাকে রক্ষা করবে
আর এই স্বাধীনতার চেতনা বাস্তবায়নে
লক্ষ জনতা আবারও বজ্রকণ্ঠে আওয়াজ তুলবে।

হে স্বাধীনতা তুমি আছো, তুমি থাকবে
লাল সবুজের ঐ বিজয় পতাকা উড়ছে, উড়বে
বাংলাদেশ আমার রয়েছে বিশ্ব মানচিত্রে।

তাই সোনার বাংলা এক না একদিন
মাথা উঁচু করে দাঁড়াবে-
এই পৃথিবীর সুউচ্চ মর্যাদার আসরে।
শুধু সেই দিনটির জন্য কাজ করো সকলে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।