রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আমরা জাতি হিসেবে আজ লজ্জিত কালিগঞ্জে লিমা মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে বাল্যবিবাহ নারী শিশু নির্যাতন প্রতিরোধে উঠান বৈঠক বকশীগঞ্জে অর্থ আত্মসাতের ঘটনায় পৌর সচিবের বিরুদ্ধে সাবেক মেয়র সহ তিনজনের সংবাদ সম্মেলন বকশীগঞ্জে সিরাতুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত মুন্সীগঞ্জে ঈদে মিলাদুন্নবী (সা:): জশনে জুলুস অনুষ্ঠিত । মুন্সীগঞ্জে মিরকাদিম ছাত্রদল নেতা কবরে ফুল দিয়ে শ্রদ্ধা ও জিয়ারত করলেন – জসীমউদ্দিন স্বপ্ন পূরণ যুব ফাউন্ডেশনের নতুন সদস্য বরণ ও সেরা সদস্যদের মাঝে সম্মননা ক্রেস্ট বিতরণ ২০২৪ইং বকশীগঞ্জ পৌর সচিবের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন কালিগঞ্জে বর্তমান চেয়াম্যানের বাড়ি জ্বালানোয় মামলা করেছেন সাবেক ইউপি চেয়ারম্যান  বকশীগঞ্জে পুলিশ সদস্য ও তার ভাইয়ের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

স্বাভাবিক জীবনে ফিরতে ৩১৪ চরমপন্থী পাচ্ছেন প্রধানমন্ত্রীর সহায়তা

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৪ বার পঠিত
র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) তত্ত্বাবধানে চলতি বছরে সিরাজগঞ্জে আত্মসমর্পণ করা ৩১৪ জন চরমপন্থীকে স্বচ্ছল করতে প্রধানমন্ত্রীর তহবিল থেকে প্রত্যেককে এক লাখ টাকা করে দেওয়া হচ্ছে। আগামী মঙ্গলবার (১২ ডিসেম্বর) র‍্যাব ফোর্সেসের তত্ত্বাবধানে প্রধানমন্ত্রী কর্তৃক আর্থিক সহায়তার চেক তাদের মাঝে হস্তান্তর করা হবে।

র‍্যাব-১২, সিরাজগঞ্জে আত্মসমর্পণকৃত চরমপন্থীদের মাঝে চেক হস্তান্তর করবেন র‍্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেন। আজ বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক (সিনিয়র এএসপি) আ ন ম ইমরান খান।

র‍্যাব জানায়, আত্মসমর্পণকারী ৩১৪ চরমপন্থীর পুনর্বাসনের জন্য আর্থিক সহযোগিতার বিষয়টি প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করেন র‍্যাবের মহাপরিচালক। প্রধানমন্ত্রী বিষয়টি বিবেচনা করে তার ত্রাণ ও কল্যান তহবিল থেকে প্রত্যেক চরমপন্থীকে ১ লাখ টাকা করে মোট ৩ কোটি ১৪ লাখ টাকা দেওয়ার আর্থিক অনুদান মঞ্জুর করেন। যাতে আত্মসমর্পণকৃত চরমপন্থীরা তাদের পুরনো অপরাধ জীবনে ফিরে না গিয়ে স্বাভাবিক পেশায় জীবিকা নির্বাহ করে। এ ছাড়া যারা এখনো আত্মসমর্পণ করেনি তাদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসার উৎসাহিত করতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আত্মসমর্পণকৃতদের এই আর্থিক সহায়তা মঞ্জুর করা হয়।

এর আগে ২১ মে র‍্যারের তত্ত্বাবধানে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, পাবনা, বগুড়া, কুষ্টিয়া, মেহেরপুর এবং রাজবাড়ী জেলার ৩১৪ জন চরমপন্থীর সদস্য ২ শতাধিক অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদসহ স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আত্মসমর্পণ করে। আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্য ও তাদের পরিবারের সদস্যদের আর্থিকভাবে স্বচ্ছল করার জন্য র‍্যাব প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে সমাজে স্বাভাবিক পেশায় পুনর্বাসনের ব্যবস্থা করা হয়। র‍্যাবের তত্ত্বাবধানে উদয়ের পথে নামক পাইলট প্রোগ্রামের মাধ্যমে আত্মসমর্পণকৃত চরমপন্থী সদস্য ও তাদের পরিবারের সদস্যদের স্বাবলম্বী করার জন্য হস্তশিল্প প্রশিক্ষণসহ বিভিন্ন বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।