স্বামীকে হারিয়ে স্তব স্ত্রী,প্রতিবন্ধী বোন ভাইয়ের অপেক্ষায়, বাকরুদ্ধ বাবা মা, সন্ধান মিলেনি ফায়ার ফাইটার ফরিদুজ্জামানের।
জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টারঃ মাত্র নয় মাস আগে ফায়ার কর্মী ফরিদুজ্জামান (২২)বিয়ে করেন। স্ত্রীকে বাড়িতে বাবা-মায়ের কাছে রেখে যোগ দেন সীতাকুণ্ডের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সে। শনিবার রাতে চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনার সময় সহকর্মীদের সঙ্গে সেখানে দায়িত্ব পালন করছিলেন তিনিও। কিন্তু দুর্ঘটনার তিনদিন পেরিয়ে গেলেও খোঁজ মেলেনি ফরিদুজ্জামানের।
এদিকে, স্বামীর শোকে স্তব্ধ হয়ে গেছেন ফরিদুজ্জামানের স্ত্রী ইসামণি। কারও সঙ্গে কথা বলছেন না। কিছুক্ষণ পরপর ‘মোর স্বামীধনোক আনি দেও’- বলে বিলাপ করছেন আর মুর্ছা যাচ্ছেন তিনি.আর আল্লাহ কাছে বলছে আমার স্বামী সহ যারা দুর্ঘটনায় নিহত হয়েছে সবাই তুমি ভালো রেখো আল্লা।
প্রতিবন্ধী বোন সাদিয়া ভাইয়ের ছবি বুকে ধরে আজও রয়েছে ভাইয়ের বাড়ি ফেরার আশায়। এদিকে একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা মা আজ দিশেহারা।
ফরিদুজ্জামানের পরিবার সূত্রে জানা গেছে,শনিবার রাতে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের খবর পেয়ে সহকর্মীদের সাথে সেখানে দায়িত্ব পালন করতে যান ফরিদুজ্জামান। তার পর থেকে তার খোঁজ পাননি সহকর্মীরা। ফরিদুজ্জামানের খোঁজে তার বাবা সাইফুল ইসলাম ও মা ফুলমতি সীতাকুণ্ডে থেকে ফিরে এসেছে খালি হাতে পায়নি ফরিদুজ্জামানের লাশটিও।