মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদ্য প্রয়াত নেতা আসিফ খান মনির, পারভেজ ভূইয়া ও আবু বকর সিদ্দিক মন্টুর রুহের মাগফেরাত কামনায় মিলাদ মাহফিলে ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলার রশুনিয়া ইউনিয়নের হিরনের খিলগাঁও আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় মিলাদ মাহফিল শেষে সদ্য প্রয়াত নেতাদের রূহের মাগফিরাত কামণায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়। মিলাদ মাহফিল ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আবু বক্কর সিদ্দিক,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মতিন হাওলাদার। আরো উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহ সভাপতি মোঃ কামাল হোসেন লাল, মোঃ মোস্তফা মিয়া, জাহাঙ্গীর বাদশা, মীর সোহাগ, জামান হাওলাদার (রতন), সাবেক সাধারণ সম্পাদক শামীম চঞ্চল চৌধুরী, সাবেক যুগ্ন সাধারণ রেজাউল করিম রাজ, সাবেক সাংগঠনিক সম্পাদক আহসানুল্ৱা রয়েল, শাহ আরিফ খান, মোঃ মহসিন, সাবেক প্রচার সম্পাদক সম্পাদক সাজ্জাদ হোসেন, সাবেক উপ-দপ্তর মোঃ বকুল মাহমুদ। এছাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও উপজেলার ১৪ টি ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত পরিচালনা করেন হিরনের খিলগাঁও আল্লামা আফজাল আহমাদ দারুল কুরআন হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার প্রিন্সিপাল হজরত মাওলানা শরিফুল ইসলাম মাহমুদী।