বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত  “সপ্ন জার, ফ্রিজ তার” স্লোগানে জুটিবদ্ধ কেয়া-পলক টঙ্গীবাড়ীতে পরকিয়া প্রেমিকের সাথে আপত্তিকর অবস্থায় প্রবাসীর স্ত্রী কে আটক মুন্সীগঞ্জে শ্রীনগরে ঐতিহ্যবাহী আড়িয়াল বিলের বৈচিত্র্য রক্ষায় চেকপোস্ট বসানোর ঘোষণা, মাটি কাটা বন্ধে উদ্যোগ। মুন্সীগঞ্জে বিক্রমপুর চাঁদের হাটের বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের মুন্সীগঞ্জ জেলা শাখার মাসিক  বৈঠক অনুষ্ঠিত। কালিগঞ্জে মৌতলা একতা যুব সংঘের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জে সিরাজদিখানে কবিরাজের বিরুদ্ধে সাংবাদিকের মিথ্যা মামলা দায়ের! গতকাল ব্রাসেলস প্রেসক্লাবে সাংবাদিক সন্মেলনে উপস্থিত ছিলেন, বজলুর রশীদ বুলু। মুন্সীগঞ্জে মাদক মামলার আসামীর ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট

হাইকোর্টের আদেশ অমান্য করে চলছে কালিগঞ্জের অবৈধ ব্রাদার্স ব্রিকস,বন্ধের দাবিতে এলাকাবাসী সোচ্চার।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৪ ডিসেম্বর, ২০২২
  • ১৯০ বার পঠিত

 

হাফিজুর রহমান,কালিগঞ্জ থেকেঃ

কালীগঞ্জে অবৈধ ব্রাদারস ব্রিকস বা ভাই, ভাই ইটভাটা ওরফে সিয়াম ভাটায় পড়ানো টায়ারের গুড়ার আগুনের ধোয়ায় এলাকার জনজীবন অতিষ্ঠ হয়ে গ্রাম ছাড়ার উপক্রম হয়েছে। এছাড়াও ইটভাটার মাটি কাঠ-বালু টানার কাজে ব্যবহৃত ভেকু, ড্রাম্পার, ট্রলি, ট্রাক চলাচল করে রাস্তার প্রতিদিন ব্যাপক ক্ষতি সাধিত হচ্ছে। অন্যদিকে পানি উন্নয়ন বোর্ডের নদীর চরের জায়গায় অবৈধভাবে মাটি কেটে ভাটার ইট পোড়ানোর কাজে ব্যবহার করে ভেরি বাঁধ কে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। অন্যদিকে পরিবেশের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলেছে।
কোন প্রকার কাগজপত্রবিহীন পরিবেশ ছাড়পত্র ছাড়া অবৈধভাবে গড়ে তোলা সরকারের ২০ বছরে কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়ে চালাচ্ছে জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ এবং তার ভাইরা মিলে । বর্তমান ভাটাটি শীতলপুর গ্রামের সৌদি প্রবাসী জনৈক আব্দুস সবুর এবং তার স্ত্রী রুমা বেগম বছরে ২৫ লক্ষ টাকা ভাড়া চুক্তিতে অগ্রিম দুই বছরের ৫০ লক্ষ টাকা দিয়ে সিয়াম ভাটা নামে ভাটাটি পরিচালনা করে আসছে। আর এই অবৈধ ইট ভাটা বন্ধের দাবিতে এলাকাবাসী প্রতিদিন অভিযোগ পত্র হাতে নিয়ে দিনের পর দিন সাতক্ষীরা জেলা প্রশাসক, কার্যালয় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তর কার্যালয় লিখিত অভিযোগ দিলেও আজও পর্যন্ত কোন কাজ হয়নি। অবৈধ ইটভাটার কারণে আশপাশের গণপতি, শীতলপুর, বসন্তপুর, ছানকা, নাজিমগঞ্জ বাজার এলাকায় বসবাসকারী জনসাধারণ ভাটার কালো ধোয়ায় জিম্মে হয়ে পড়েছে।

এ সংক্রান্ত বিষয়ে মহামান্য হাইকোর্ট ডিভিশনে ভাটা মালিকের দায়ের করা রিট রুলের আদেশে মহামান্য হাইকোর্ট বন ও পরিবেশ অধিদপ্তরের চেয়ারম্যান মহোদয় কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। উক্ত আদেশের কপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সাতক্ষীরা পরিবেশ অধিদপ্তরের কার্যালয়ের কর্মকর্তার নিকট লিখিতভাবে এলাকাবাসী অবগত করালেও ব্যবস্থা না নেওয়ায় হাইকোর্টের আদেশ অমান্য করে ভাটার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তারপরও দেশব্যাপী এই সমস্ত অবৈধ ইটভাটা বন্ধের জন্য পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশের পক্ষে গত ১০ নভেম্বর মহামান্য হাইকোর্টে একটি রিট দায়ের করেন। উক্ত রিটের প্রেক্ষিতে তো ১৩ নভেম্বর বিচারপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম এবং বিচারপতি মোহাম্মদ সোহরাওয়ার্দীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের রুলসহ আদেশ দেন। পরিবেশ ছাড়পত্র বিহীন এইসব অবৈধ ইটভাটা সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কাঠ, টায়ার পোড়ানো কালি, জ্বালিয়ে ইট পোড়ানোর ফলে বায়ু দূষণে ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্রামবাসী। বুধবার ১৪ ডিসেম্বর বেলা ১১ টার সময় সরে জমিনে গিয়ে দেখা যায় একদিকে জ্বলছে ইটের ভাটা, পুড়ছে টায়ারের পোড়ানো কালি। অন্যদিকে ব্যবহৃত হচ্ছে মাটি, কাঠ, বালু, টানার কাজে ট্রলি, ড্রাম্পার, ভেকু, ট্রাক্টর, ট্রাক নষ্ট হচ্ছে গ্রামীণ জনপদের রাস্তা। বিষয়টি নিয়ে এলাকাবাসী কার কাছে অভিযোগ জানাবে এমন প্রশ্ন প্রধানমন্ত্রীর কাছে। এ পর্যন্ত ভাটা বন্ধ করতে অভিযোগের স্তুপ প্রশাসনের দপ্তরে পড়ে থাকলেও দেখার কেউ নাই। বরং অভিযোগ পড়লে কর্তৃপক্ষের রমরমা বাণিজ্যের সুযোগ সৃষ্টি হয় বলে ভুক্তভোগীরা জানান। বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করেছে উপজেলা বাসি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।