হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
হাটহাজারীতে আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষে হাইটেক পার্ক এর প্রস্তাবিত স্থান পরিদর্শন করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি।
শুক্রবার (১মার্চ) রাত ৮ টার দিকে পৌরসভার ফটিকাস্থ কড়িয়ার দিঘীর পাড় সংলগ্ন এলাকায় শেখ কামাল আইটি প্রশিক্ষণ ও ইনকিউবেশন সেন্টার এর প্রকল্পের প্রস্তাবিত ওই স্থানটি পরিদর্শন করেন প্রতিমন্ত্রী।
এ সময় উপস্থিত ছিলেন, বিরুধী দলীয় উপনেতা স্থানীয় সাংসদ ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, বিটিসিএল এর ডিজিএম অহিদুল ইসলাম, পৌর প্রশাসক মনজুরুল আলম, মডেল থানার ওসি মনিরুজ্জামান ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ সময় বলেন, হাইটেক পার্ক চালু হলে হাটহাজারীতে দক্ষ জনশক্তি সৃষ্টি হবে। এবং বিদেশি বিনিয়োগও সহজ হবে। এছাড়া হাটহাজারীর ছাত্র যুবকের ও একটি কর্মসংস্থানের সুযোগ হবে বলে মনেয করেন প্রতিমন্ত্রী।