মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম থেকে:
রাউজান ডাবুয়া হাছান খীল কেন্দ্রীয় ইসলামী সম্মেলন সংস্থার উদ্দ্যোগে,ডাবুয়া হাছান খীল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে
ইসলামি মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার ২৮ জানুয়ারি (২৩) বাদে জোহর থেকে শুরু হয়।
সভাপতিত্ব করছেন ঃ জনাব আবদুর রহমান চৌধুরী, চেয়ারম্যান ২নং ডাবুয়া ইউনিয়ন।
উক্ত সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মুফাসসীরে কোরআন
আল্লামা গাজী সানাউল্লাহ রহমানী।
আরো উপস্থিত ছিলেন ঃ
মুফতি শোয়াইব বিন তৈয়ব সাহেব, সিনিয়র মুফতি জামেয়া, জিরী, পটিয়া।
মুফতি সিরাজুলাহ সাহেব, পরিচালক দারুসচ্ছফা মাদ্রাসা, হাটহাজারী, চট্টগ্রাম।
মাওলানা আক্তার হোসেন জিহাদী সাহেব,
খতীব ক্যান্টেনম্যান্ট জামে মসজিদ।
মাওলানা ক্বারী শহিদুল্লাহ সাহেব
পরিচালক ঃ আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসা, ডাবুয়া, রাউজান।
মাওলানা হাফেজ সোলাইমান সাহেব।
পরিচালক ঃ রাউজান এমদাদুল ইসলাম মাদরাসা।
মাওলানা কে এম আলমগীর মাসউদ আরব নগরী
পরিচালক ঃ আনোয়ার উলুম মাদ্রাসা, রাউজান, চট্টগ্রাম।
জনাব মাওলানা আবদুল্লাহ সাহেব
শিক্ষক আরবীয়া ফয়জুল উলুম কান্দিপাড়া মাদরাসা,