মির্জাপুর প্রতিনিধি টাঙ্গাইলঃ
টাংগাইল মির্জাপুরের ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হাজী মাসুদুর রহমান মাসুদের উদ্যোগে ভাওড়া ইউনিয়নের তিনটি পূজা মন্ডপ পরিদর্শন করেছেন। ২২ অক্টোবর ২০২৩ ইং রবিবার সন্ধ্যার পর থেকে পূজা মন্ডপ গুলো পরিদর্শন করা হয় । বিশাল হোন্ডা বহর নিয়ে সরিষাদাইড় প্রথম পূজা মন্ডপ পরিদর্শন করেন ভাওড়া ইউনিয়ন পরিষদের স্বনামধন্য চেয়ারম্যান জনাব হাজী মাসুদুর রহমান মাসুদ সহ ইউনিয়ন পরিষদের সদস্যগণ ও সফর সঙ্গীরা । দ্বিতীয়ত পরিদর্শন করেন বৈরাগী ভাওড়া পূজা মন্ডপ । এসময় পূজা কমিটি সকলের সাথে মতবিনিময় ও বক্তব্য রাখেন ।
রাত নয় টার সময় কামারপাড়া সর্বশেষ পূজা মন্ডপ পরিদর্শন করেন । এ সময় পূজা মন্ডপ পরিদর্শন করতে আসেন মির্জাপুরের সুনামধন্য উপজেলা নির্বাহী অফিসার মহোদয় জনাব শাকিলা বিনতে মতিন । উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে কাছে পেয়ে আগত সকল অতিথিদের মাঝে খুশির আমেজ বিরাজ করে ।
উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জনাব জহিরুল ইসলাম জহির । বিশিষ্ট সমাজ সেবক জনাব সিরাজ মিয়া । ভাওড়া ইউনিয়ন পরিষদের সদস্য জনাব আব্দুল আজিজ মিয়া, শফিকুল ইসলাম শ্যামল ,ইউসুফ মিয়া ,ফিরোজ সরকার, শহিদুল ইসলাম,যুবরাজ ইসলাম ,ময়নাল হোসেন । এছাড়াও সংরক্ষিত মহিলা আসনের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান জনাব রুমি আক্তার উপস্থিত ছিলেন ।
অতিথিগণ বক্তব্য বলেন হিন্দু ধর্মের সবচেয়ে বড় পূজা হলো দুর্গাপূজা আর এই পূজায় যেন কোনরকম অসুবিধে না হয় সুন্দর ও সুষ্ঠুভাবে তাদের ধর্ম পালন করতে পারে। সকলের সাথে যেন ভালো সম্পর্ক বজায় থাকে এই আশা প্রকাশ করেন ।