বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
মাছের ঘের কাটার নামে রাজগঞ্জ-ঝিকরগাছা সড়কের ধারে রোপন করা ছোট ছোট প্রায় শতাধিক তালগাছ নিধন কালিগঞ্জ আলোর পথিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক হওয়ায় মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী নুরুকে সংবর্ধনা কালিগঞ্জের পল্লীতে দিনের আলোতে সরিষা ক্ষেত নিধন করার অভিযোগ উঠেছে টুটুলের বিরুদ্ধে পরিচ্ছন্ন স্কুল থেকে পরিচ্ছন্ন শহর: তারুণ্যের হাত ধরে পঞ্চগড়ের স্বপ্নযাত্রা ছিপাতলী ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত গাজীপুরের পূবাইলে আণ্ডার পাস নির্মাণের দাবিতে মানববন্ধন সাতক্ষীরা আহছানিয়া মিশনে দুর্নীতিবাজ কমিটির অপসারণের দাবি ঞ্চগড়ে সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল

হাটহাজারীতে চতুর্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর

মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রামঃ
  • আপডেট সময় বুধবার, ২২ মার্চ, ২০২৩
  • ১১৯ বার পঠিত

 

মোঃ সোলাইমান হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

উপজেলার ভূমিহীন-গৃহহীণ ১৫২ পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর উপহার জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে।

আজ (২২মার্চ) বুধবার গণভবন থেকে সারাদেশব্যাপী প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে চতুর্থ পর্যায়ে উদ্বোধনের পর হাটহাজারী উপজেলা পরিষদ প্রাঙ্গনে নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম, হাটহাজারী পৌরসভা, ফরহাদাবাদ ও মির্জাপুর ইউনিয়নে নির্মিত ১৫২ পরিবারের মাঝে এসব হস্তান্তর করেন। এর আগে নির্বাহী অফিসারেরর সভাপতিত্বে ও সমবায় অফিসার বিজয় কৃষ্ণ নাথের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, সহকারী কমিশনার ভূমি আবু রায়হান, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ওসি রুহুল আমিন সবুজ প্রমূখ। জানা গেছে, মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পের আওতায় হাটহাজারীতে প্রথম ধাপে ১৫, দ্বিতীয় ধাপে ১০, তৃতীয় ধাপের প্রথম পর্যায়ে ২৪, দ্বিতীয় পর্যায়ে ৬০ পরিবারসহ মোট ১০৯ পরিবারের মাঝে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। বুধবার ১৫২ পরিবারসহ সর্বমোট ২৬১ পরিবারকে জমি ও গৃহ প্রদান করা হয়েছে। একইসাথে পরিবারগুলোর জন্য ব্যবস্থা করা হয়েছে বিদ্যুত, বিশুদ্ধ পানি, জলাশয়, ইবাদত খানা ও যাতায়াতের জন্য সুব্যবস্থা। সরকারের নির্দেশনানুযায়ী জনবসতি, বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান সব কিছুই প্রকল্পের কাছাকাছি রয়েছে। প্রকল্পের প্রত্যেকটি গৃহ স্বামী স্ত্রীর যৌথ নামে খতিয়ান সৃজন করা হয়েছে।

আশ্রয়ণ-২ প্রকল্প প্রধানমন্ত্রীর কার্যালয় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন -গৃহহীনদের সারাবাংলাদেশে ৩৯,৩৬৫ টি ঘর প্রদান সারাদেশে ৭ টি জেলা ও ১৫৯ টি উপজেলা ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা। ৬ মাসের খাবার প্রদানকরবে সরকার একটি মানুষ ও জাতে গৃহহীন না থাকে সেটাই সরকারের লক্ষ এবং উদ্দেশ্য বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।