মোহাম্মাদ সোলাইমান (হাটহাজারী চট্টগ্রাম)
চট্টগ্রামের হাটহাজারীতে নির্মাণ সামগ্রীর ট্রাক আটকিয়ে চাঁদা আদায়কালে মূলহোতাসহ তিন চাঁদাবাজকে আটক করেছে র্যাব। আটককৃতরা হলেন- পৌরসভার চন্দ্রপুর এলাকার মৃত মোহাম্মদ আব্দুল করিমের পুত্র মোহাম্মদ ফোরকান (প্রকাশ) শুক্কুর (৩৪), পৌরসভার মাটিয়া মসজিদ এলাকার মোহাম্মদ জাহাঙ্গীরের পুত্র মোহাম্মদ আসিফ (১৯) ও ময়মনসিংহের দুর্গাপুর উপজেলার নজিরপুর এলাকার আব্দুল মোতালেবের পুত্র মোহাম্মদ রাশেদ (২২)।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলবেলা র্যাবের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোহাম্মদ নূরুল আবছারের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাবের এ কর্মকর্তা আরো জানান, ইয়াছিন নামের এক প্রভাষক তার বাড়ীতে বালি ভরাট করে ঘর নির্মাণের কাজ করে আসছে। এলাকার চাঁদাবাজ ফোরকান ও তার সহযোগীরা ইয়াছিনের কাছে ঘর নির্মাণের অনুমতি বাবদ চাঁদা দাবি করে, চাঁদা না দিলে বালি ভরাট করতে দিবেনা বলেও হুমকি দেয়। বাধ্য হয়ে ইয়াছিন তাদের ১০ হাজার টাকা চাঁদা দেয়। তারপর কাজ শুরু করে ইয়াছিন। পরে গত সোমবার (১০ অক্টোবর) সন্ধ্যায় আবারো ৫০ হাজার টাকা চাঁদা দাবী করে ইয়াছিনের বালি ভর্তি দুইটি ট্রাক আটকিয়ে দেয় ফোরকান ও তার সহযোগীরা। এবিষয়ে ইয়াছিন লিখিতভাবে একটি অভিযোগ র্যাব-৭ চট্টগ্রাম বরাবর করিলে মঙ্গলবার ভোর সাড়ে ৬টার দিকে ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্ত ফোরকানসহ তার আরো দুই সহযোগী রাশেদ ও আসিফকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করে আরো জানাযায় তারা দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও ছিনতাই করে আসছে। এমনকি প্রধান আসামী ফোরকানের বিরুদ্ধে অস্ত্র ও চুরিডাকাতি সংক্রান্ত একাধিক মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মডেল থানায় তাদের হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।