সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
চট্টগ্রামে হাটহাজারীতে পেশাদার মাদক কারবারি রাশাদাকে গ্রেপ্তার করেছেন মডেল থানার পুলিশ।
রাশেদা বেগম( ৩৯) নামক এক পেশাদার মহিলা মাদক
কারবারি করে যাচ্ছেন পৌরসভাধীনে ৮ নং ওয়ার্ডস্হ
পশ্চিম চন্দ্রপুর জমিরের বস্তির মফিজের চা দোকান
সংলগ্ন উত্তর পাশের থেকে রাশেদা কে গ্রেফতার কারা হয়। এসময় তার কাছ থেকে ১ কেজি পুরিয়া গার্জা, ৩শ ৭০ গ্রাম গার্জা ও ৫২ হাজার ৭০০ টাকার,ইয়াবা
বড়ি এবং নগর ১ হাজার ৯১০ টাকা জব্দ করা হয়।
রাশেদা বেগম হাটহাজারী পৌরসভা ৮নং ওয়ার্ডের মাটিয়া মসজিদ দুলা মিয়ার বাড়ির মৃত নুরুল আবছার
প্রকাশ হাতকাটা আবছার স্ত্রী। তার বিরুদ্ধে মাদক আইনে আবারো মামলা দায়ের হয়েছে। জামিনে মুক্তির
পর পরে বাড়িতে আসতে নাচতে মাদক কারবারি শুরু করতে থাকেন মাদক কারবারি রাশেদা বেগম।
অফিসার ইনচার্জ রুহুল আমিনের সার্বিক দিক নির্দেশনা ও তদারকিতে এস আই শেখ জাবেদ মিয়া এ অভিযান পরিচালনা করেন।