মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম প্রতিনিধিঃ
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার হাটহাজারী স্কুল মাঠে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্ট হাটহাজারী পৌরসভা ফুটবল একাদশ ও মাদার্শা একাদশের মধ্যে তিব্র প্রতিদন্ধিতা পুর্ন খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে অমিমাংশিত অবস্হায় শেষ হলে ট্রাইব্রেগারে ৪-৩ গোলে মাদার্শা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
মাদার্শা একাদশের জুয়েল ম্যান অব দা টুর্নামেন্ট হাটহাজারী পৌরসভার দিপ্ত দাশ ম্যান অব দা ম্যাচ মনোনীত হয়।
খেলাশেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রপি বিতরন করেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল আলম। এতে আরো উপস্থিত ছিলেন কাটিরহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিমুল মহাজন, ছিপাতলী ইউ পি চেয়ারম্যান নুরুল আহসান লাভু,হাটহাজারী উপজেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আবু সরোয়ার চৌধুরী, অতিঃ সাধারন সম্পাদক শাহেদুল হক খোকন,সংস্থার কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ রাশেদ, সিরাজ মেহেদী,বিজয় দে,শাহেদুল আলম শাহিন, ইন্জিনিয়ার মুহিবুল হক মুহিব,পৌর কাউন্সিল মোঃ শামশুল আলম, হাটহাজারী খেলোয়াড় সমিতির সভাপতি সোহেল রানা,সাবেক সভাপতি সেলিম চৌধুরী মানিক, জাগৃতির সাধারন সম্পাদক মোহাম্মদ ওসমান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাকেরিয়া চৌধুরী সাগর,মোঃ রফিকুল আলম, ফিফা রেফারী জি এম চৌধুরী নয়ন,সোহেল সিদ্দিকী, হোসেন মেহেদী,ইয়াছিন,আবুল বশর, আবদুর রহিম,আবদুল হালিম,লিখন, প্রমুখ