হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি, আলোচনা সভা ও দিবসটি উপলক্ষে বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।
রোববার উপজেলা প্রশাসনের আয়োজনে এতে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান। সমবায় কর্মকর্তা বিজয় কৃষ্ণ’র সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, নারী ভাইস চেয়ারম্যান মোক্তার বেগম মুক্তা, মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আলম, ওসি মোঃ মনিরুজ্জামান, প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া, সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি শ্যামল নাথ, গোবিন্দ প্রসাদ মহাজন। শুরুতে পবিত্র কোরান থেকে পাঠ করেন পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহ আলম, গীতা পাঠ করেন প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা লতিকা রত্নম মান্না, ত্রিপিটক পাঠ করেন কেশব কুমার বড়ুয়া। বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা আবৃত্তি করেন প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রুজিনা রহমান।
সভায় কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রশ্মি চাকমা, প্রকৌশলী জয়শ্রী দে, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ ফারুক মায়েদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মাইনুদ্দিন মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ মুজাহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা পরান্টু চাকমা, যুব উন্নয়ন কর্মকর্তা শাকিলা খাতুন, ফায়ার সার্ভিস, প্রানিসম্পদের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকাবৃন্দ প্রমূখ উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মডেল থানা, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস, পল্লি বিদ্যুত জোনাল অফিস, অফিসার্স ক্লাব, হাটহাজারী সরকারি কলেজ, পার্বতি উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেন। পুস্পস্তবক অর্পণের পর পর বেলুন ও ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।