মোঃ সোলাইমান, হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রাম-নাজিরহাট আঞ্চলিক মহাসড়কের হাটহাজারী পৌরসভার বাজারের কবুতরহাটে আগুনে পুড়ল লেপ-তোশকের দোকান ও হার্ডওয়্যারের দোকান।
সোমবার(২৮ অক্টোবর) দুপুর দেড়টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, হাজী আবুল কালাম এন্ড ব্রাদার্স এর লেপ-তোষকের দোকান এবং মেসার্স মক্কা হার্ডওয়্যার এর দোকান।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ দুপুর ১টার দিকে লেপ-তোশকের দোকানে হঠাৎ আগুনের লেলিহান শিখা মুহুর্ত্তেই ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, পৌরসভার কবুতরহাটে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। প্রায় ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আমরা ঘটনাস্থলে আছি ক্ষয়-ক্ষতির রিপোর্ট তৈরী করছি। আনুমানিক ৬ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে ধারনা । অগ্নিকান্ডে একটি লেপ-তোষকের দোকান সম্পূন্ন পুড়ে গেছে এবং হার্ডওয়্যারের দোকানের বেশকিছু অংশ পুড়ে গেছে। আগুনের সূত্রপাতের শর্ট সার্কিট হতে কিনা নির্ণয়ের কাজ চলছে ।
এদিকে অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম মশিউজ্জামানএবং হাটহাজারী মডেল থানার ওসি হাবিবুর রহমান।