মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ড প্রেসক্লাবে সন্ত্রাসী জহির ও জাহাঙ্গীরের নেতৃত্বে বহিরাগতদের হামলায় সেক্রেটারী কাইয়ুম এবং সাংগঠনিক সম্পাদক ফারুক আহত কালিগঞ্জ কৃষ্ণনগরে যুব অধীকার পরিষদের তিন নেতা গ্রেফতার,ষড়যন্ত্রের অভিযোগ নেতাদের  গর্জিয়াস গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত মুন্সিগঞ্জে স্থাপনা গুড়িয়ে দিয়ে জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন মুন্সীগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদেশ টঙ্গীবাড়ি উপজেলা শাখার শুরা অধিবেশন অনুষ্ঠিত । বেসরকারি টিভি চ্যানেল এস’র সিইও সুজিত চক্রবর্তী কর্তৃক হত্যাচেষ্টার প্রতিবাদে ‘মানববন্ধন’ কালিগঞ্জে রাস্তা নির্মানের ছয় মাসে নষ্ট,ছয়কোটি টাকার কাজ প্রশ্নবিদ্ধ জনগণকে সেবা দিতে সরকারি কর্মচারিদের সদা প্রস্তুত থাকার আহ্বান -মন্ত্রিপরিষদ সচিবের

হাটহাজারীতে ৫টি অটোরিকশা সহ চোরচক্রের সদস্য আটক

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় রবিবার, ৩ জুলাই, ২০২২
  • ৪৩৬ বার পঠিত

হাটহাজারীতে ৫টি অটোরিকশা সহ চোরচক্রের সদস্য আটক

মোহাম্মদ সোলাইমান,হাটহাজারী চট্টগ্রামঃ চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান পরিচালনা করে সিএনজিচালিত পাঁচটি অটোরিকশা সহ ইফতেখার হাসান (১৮) নামে চোরচক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার মির্জাপুর ইউনিয়নের মুহুরী হাট বটতল এলাকার হযরত মোমেন শাহ সিএনজি গ্যারেজে র‌্যাবের একটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

আটককৃত ইফতেখার হাসান ওই এলাকার বদিউল আলমের পুত্র বলে জানা গেছে।

শনিবার বিকেল ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-৭ চট্টগ্রামের হাটহাজারী ক্যাম্প কমান্ডার জানান, কিছুদিন যাবৎ সিএনজি চালিত অটোরিকশা চুরির ব্যাপারে অভিযোগ আসছিলো। ভুক্তভোগীদের তথ্য মোতাবেক চোরাই সিএনজি উদ্ধার ও জড়িতদের আইনের আওতায় আনার জন্য গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করি।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ইফতেকার হাসানকে আটক করা হয়। পরবর্তীতে তার স্বীকারোক্তি ও দেখানো মতে ওই গ্যারেজ হতে পাঁচটি চোরাই ও রেজিষ্টেশন বিহীন সিএনজি উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, তাকে জিজ্ঞাসাবাদে গ্যারেজটি তার বাবা বদিউল আলম পরিচালনা করতেন এবং উদ্ধারকৃত সিএনজি গুলো চোরাই গাড়ি বলেও স্বীকার করে। চুরির মামলায় বদিউল আলম কারাগারে রয়েছে বলেও স্বীকার করে ইফতেখার। গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও তিনি জানান।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।