মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টারঃ
হাটহাজারীতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল শনিবার দিবাগত রাতে পৌরসভা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ প্রতিষ্ঠানকে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
তিনি জানান, অভিযানে ছয়টি রেস্তোরাঁকে ‘বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪’ অনুযায়ী লাইসেন্স, পরিচ্ছন্নতা ও খাবারের মান সংক্রান্ত নন কমপ্লায়েন্সের অভিযোগে পঁচাত্তর হাজার টাকা জরিমানা করা হয় এবং পরিচ্ছন্নতা ও খাবারের মান উন্নয়নে বিভিন্ন পরামর্শ প্রদানের পাশাপাশি তাদেরকে লাইসেন্সের আবেদন ফরম সরবরাহ করা হয় এবং সাত দিনের মধ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে লাইসেন্স সংগ্রহের নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানে দরবার হোটেল এন্ড বিরিয়ানি হাউজকে ১৫,০০০ টাকা, দরবার হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০,০০০ টাকা, আল জামান হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫,০০০ টাকা, শাহজাহান হোটেলকে ১০,০০০ টাকা, ভাতঘর ও বিরানি হাউজকে ১০,০০০ টাকা এবং লোকমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১৫,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।