মোহাম্মদ সোলাইমান , হাটহাজারী চট্টগ্রামঃ
চট্টগ্রাম হাটহাজারীর একটি ভবন থেকে দুর্গন্ধযুক্ত প্রিন্স আবু (২৭ ) নামক একজন ব্যক্তির লাশ উদ্ধার করেছেন
হাটহাজারীর মডেল থানার পুলিশ।
বৃহস্পতিবার রাত আনুমানিক সন্ধা ৭ টার দিকে প্রিন্স এর বন্ধুর রুমে ডাকতে গিয়ে দুর্গন্ধ বের হয়ে আসে।
তখন প্রিন্স যে বাসাই থাকে সে বাসার মালিক কে প্রিন্স এর বন্ধু বলেন প্রিন্স এর রুম থেকে দূর্গন্ধ বের হচ্ছে। প্রিন্সকে এতো ডাকছি সে বের হচ্ছে না বিষটা কি একটু দেখুন।
পরবর্তীতে মালিক পক্ষ তাৎক্ষণিক এসে 999 এ অবগত করেন। তখন পুলিশ এসে জানালা ভেঙ্গে প্রথম কক্ষে ডুকে।
দ্বিতীয় কক্ষে পুলিশ দেখতে পায় গামছা পেচিয়ে এক যুবকের লাশ ঝুলে রয়েছে। মালিক পক্ষ প্রিন্স এর পিতাকে ফোন করে জানান এর পরে প্রিন্স এর পিতা এসে দেখে তার ছেলে একটি গামছা পেচানো অবস্থায় ঝুলে রয়েছে। এমন একটা অবস্থা দেখে তার পিতা কান্না দিশেহারা হয়ে যান। পরবর্তীতে সেখানকার একটা
প্রতিনিধিকে প্রিন্স এর পিতা বলেন আমার ছেলে ৮ মাস ধরে অভিমান করে আছে ও বাড়ি ছেড়ে এখানে ঘর ভাড়া করে থাকে বলে জানান। ৮ মাস ধরে প্রতিদিন ছেলেকে ফোন করে কোন সাড়া শব্দ পাওয়া যায়নি।
বিস্তারিত পুলিশ তদন্তের পর জানা যাবে।