রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে গমনকালে ভারতীয় নাগরিক আটক  শারদীয় শুভেচ্ছা জানিয়েছেন মোঃ আনিছুর রহমান সাতক্ষীরার কালিয়ানি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পাচারকালে আটক- ০২ মুন্সীগঞ্জ মিরকাদিমে জেলা বিএনপির পূজা মন্ডপ পরিদর্শনে অনুদান প্রদান শ্রীনগরে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা ফরহাদ হোসেন কালিগঞ্জে দক্ষিণ শ্রীপুরের সাবেক চেয়ারম্যান প্রশান্ত কুমার সরকার আর নেই  বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত অভিযানে কমতে শুরু করেছে ডিমের দাম শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে কালিগঞ্জের মন্ডপে মন্ডপে এ্যাডঃ সৈয়দ ইফতেখার আলীর শুভেচ্ছা  কালিগঞ্জে গ্রীল ও তালা কেটে দশ লক্ষাধিক টাকা ও স্বর্ণালঙ্কার লুট, অসুস্থ ৭ জন সুন্দরগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শনে জামায়াতের নেতৃবৃন্দ

হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল।

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৮০ বার পঠিত

 

মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রামঃ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রীকে হেনস্তার ঘটনায় জড়িত থাকার অভিযোগ হাটহাজারী সরকারি কলেজের দুই শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। সোমবার (২৩ জুলাই) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর পরিচালক মো. আতাউর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

ছাত্রত্ব বাতিল হওয়া দুই শিক্ষার্থী হলেন- হাটহাজারী কলেজের সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ও ফতেহপুর ইউনিয়নের জাবেদ হোসেনের ছেলে নুর হোসেন শাওন (২২) এবং একই কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ঝালকাঠির আশিয়ার এলাকার আবদুল মান্নানের ছেলে মাসুদ রানা মাসুদ (২২)।

এর আগে গতকাল রবিবার (২৪ জুলাই) এ দুই শিক্ষার্থীর বহিষ্কারের সিদ্ধান্ত নেয় কলেজ কর্তৃপক্ষ। এরপর কলেজ প্রশাসনের পক্ষ থেকে বহিষ্কারের সুপারিশটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়।

হাটহাজারী সরকারি কলেজের অধ্যক্ষ গুল মোহাম্মদ রবিবার জানিয়েছেন, চবি ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় গ্রেফতার পাঁচ জনের মধ্যে দুজনকে চিহ্নিত করেছি। তারা আমাদের কলেজের শিক্ষার্থী। তাদের কলেজ থেকে বহিষ্কারের জন্য সুপারিশ পাঠানো হয়েছে। এটি বাস্তবায়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়।

চবি ছাত্রীকে হেনস্তার ঘটনায় মোট ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭, চট্টগ্রাম। এদের মধ্যে ২ জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যাদেরকে আজীবন বহিষ্কার করা হয়েছে। চবির বহিষ্কৃতরা হলেন- ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. আজিম ও নৃবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুল আবছার বাবু।

গত রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে তারই হলের সামনে থেকে এক বন্ধু সমেত তুলে নিয়ে মারধর ও যৌন নির্যাতন করে ভিডিও করে দুবৃত্তরা। পরে ঐ ছাত্রী অভিযোগ করলে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীসহ সকল ছাত্র সংগঠন দোষীদের দ্রুত বিচারের দাবিতে আন্দোলনে নামে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।