মোহাম্মদ সোলাইমান হাটহাজারী চট্টগ্রাম সংবাদদাতাঃ
হাটহাজারী পৌরসভাধীন বাসস্ট্যান্ড সংলগ্ন ইদ্রিস টাওয়ারের (২য় তলায়) হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির যুগ্ম আহবায়ক ও হাটহাজারী শপিং সেন্টার,ইদ্রিস ও আব্দুল আলী টাওয়ারের সম্মানিত সভাপতি মোহাম্মদ নুরুন্নবী চৌধুরী নুরুকে সংবর্ধনা প্রদান করা হয়। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সংগ্রামী আহ্বায়ক জনাব এম এ শুক্কুর মেম্বার। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ গিয়াস উদ্দিন। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, মোহাম্মদ জসিম উদ্দিন বাবুল, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান দৌলত, মোহাম্মদ আলী আজম, মোহাম্মদ কাজী এরশাদ উদ্দিন, বাবু অর্পণ ধর। আরো উপস্থিত ছিলেন,হাটহাজারী ইদ্রিস টাওয়ারের সাধারণ সম্পাদক আবু জাবেদ চৌধুরী, উপদেষ্টা মোঃ জাহিদ হোসেন, রেজওয়ানুল করিম, মোঃ হাসেম, মোঃ ওসমান গনি, সহ-সভাপতি মোহাম্মদ রাসেল উদ্দিন, অর্থ সম্পাদক বাবু জুয়েল দাস, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দীন সহ অন্যান্য ব্যবসায়িক নেতৃবৃন্দ । প্রধান অতিথির বক্তব্যে জনাব এম এ শুক্কুর বলেন, হাটহাজারী উপজেলা একটি গুরুত্বপূর্ণ উপশহর, যা চট্টগ্রাম শহরের অতি নিকটে অবস্থিত এবং পার্বত্য চট্টগ্রামের ট্রানজিট। এবং ব্যবসায়িক ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ স্থান কিন্তু সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে যানজট। তাই সরকারের কাছে আমাদের আবেদন হাটহাজারীতে অতি তাড়াতাড়ি ফ্লাইওভারের পরিবর্তে বাইপাস রোড করতে হবে। তিনি ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে বলেন, কোন স্থানে ব্যবসা করতে হলে সকল ব্যবসায়ীদের একটি সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হতে হবে। এক ব্যবসায়ীর বিপদে অন্য ব্যবসায়ী পাশে দাঁড়াতে হবে। তিনি আরো বলেন, আমরা আহবায়ক কমিটির দায়িত্ব গ্রহণ করার পর ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা নিয়ে কাজ করছি । বিগত বছরগুলোতে ব্যবসায়ী সমিতিতে অনেক সিএনজির ড্রাইভার সদস্য হয়েছিল এবং তারা নির্বাচনে প্রভাব বিস্তার করেছিল। কিন্তু এখন সেই সুযোগ আর নেই। কারণ আমরা চাই যারা প্রকৃত ব্যবসায়ী তারাই এই কমিটিতে থাকবে।