আলী আজীম,মোংলা (বাগেরহাট):
১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালনকল্পে মোংলায় আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র ও পৌর আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান।পৌর মেয়র তার বক্তব্যে বলেন, জাতির জনকের জন্মদিনে জাতীয় শিশু দিবস তাই আমাদের সকলকে দলীয় প্রোগ্রামের সাথে সাথে সরকারি প্রোগ্রামগুলোতে উপস্থিত থাকা দরকার। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে আমারা ঐদিন সকল অনুষ্ঠানগুলো উদযাপন করবো। সকাল ৮টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও কেক কাটা হবে। তাই ঐক্যবদ্ধ হয়ে সকল অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকবেন।
তিনি আরো বলেন, দ্বিধাদ্বন্দ্ব আমাদের মধ্যে থাকতে পারে কিন্তু তা বছরের পর বছর ধরে রাখলে তা দলের জন্য ক্ষতিকর হবে। নেত্রী জানেন দলের কে কোথায় থাকবে তাই সেদিকে আমরা না গিয়ে দলের কথা চিন্তা করে যেন রাজনীতি করি।এসময় পৌর আ.লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, পৌর কাউন্সিলর বৃন্দ, ওয়ার্ড আ.লীগের সভাপতি/সম্পাদক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।