মোঃ মোখলেছুর রহমান জয়, গাজীপুর প্রতিনিধিঃ
গাজীপুরে সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, দেশরত্ন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের তরুণদের নিয়ে তাদের প্রাণশক্তিকে কাজে লাগিয়ে একটি ডিজিটাল বাংলাদেশ গড়ার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে। ২০৪১ সালের যে রূপকল্প তিনি দিয়েছেন সেটি অর্জনে আমি মনে করি এ স্কাউটিং/রোভার স্কাউট আন্দোলনের একটি বিশাল ভ’মিকা রয়েছে।
তিনি গতকাল বিকেলে গাজীপুর মহানগরের বাহাদুরপুর এলাকায় অনুষ্ঠিত সুবর্ণ জয়ন্তী রোভার মুট-২০২৪-এর মহাতাবু জলসা ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ওইসব কথা বলেন। এতে সভাপতিত্ব করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান। অনুষ্ঠানে দেশের বিভিন্ন কলেজের শিক্ষক, রোভার ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্ত্রী আরো বলেন, যে স্মার্ট বাংলাদেশের কথা বঙ্গবন্ধু কণ্যা বলেছেন এটা শুধু কাপড়-চোপড়ে কথাবর্তায় চৌকষ স্মার্ট তা নয়। এ স্মার্ট মানুষ মানে তিনি স্মার্ট বাংলাদেশের চারটি স্তম্ভেও কথা বলেছেন। সস্মার্ট বাংলাদেশ বলতে তিনি স্মার্ট নাগরিক, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ ও স্মার্ট অর্থনীতিকে বুঝিয়েছেন। স্মার্ট নাগরিক মানে সে হবে পরমত সহিষ্ণু, সে হবে অসম্প্রদায়িক, মানবিক, সে হবে সহমর্মী, যে অন্যের প্রয়োজনে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। স্কাউটিং শেখায় অন্যেও প্রয়োজনে পাশে দাঁড়াতে। স্কাউটিং শেখায় কোন সমস্যার সমাধান খুঁজে বের করতে। স্কাউটিং স্মার্ট হতে শেখায়। সমাজের সব ক্ষেত্রে স্কাউটিংয়ের শিক্ষাকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে বলেন, আমাদের দেশের শতকরা ১০ভাগ মানুষ বিভিন্ন রকম প্রতিবন্ধিতায় আক্রান্ত, আমাদেরকে তাদের পাশে দাঁড়াতে হবে। এ প্রতিবন্ধতাকে আমাদের জয় করতে হবে। প্রতিদিন আমরা সব ভালো কাজগুলো করবো, আর মন্দকাজগুলোকে এড়িয়ে যাবো। নিজেও করবো না, অন্যকেও মন্দ কাজ করতে নিরুৎসাহিত করবো।
অনুষ্ঠানের সভাপতি জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান বলেন, কেউ শুধু মোবাইলে সেলফি তুললেই স্মার্ট হয়ে যায় না। আজকে সে-ই স্মার্ট যার হাতে তথ্য আছে। মোবাইলে তথ্য আছে, গোটা পৃথিবী এখন তথ্যের ভান্ডার। একজন রোভার হিসেবে ওই তথ্যে তোমার অবগাহন নিশ্চিত করতে হবে। তিনি রোভারদের উদ্দেশ্যে বলেন, দেশ/বিদেশের রোভারদের সঙ্গে, স্কাউটদের সঙ্গে নেটওয়ার্ক গড়ে তুলতে হবে।