আহসান উল্লাহ বাবলু সাতক্ষীরা জেলা প্রতিনিধিঃ
আশাশুনিতে ২১শে আগস্ট গ্রেনেড হামলায় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে ও খুনীদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবীতে প্রতিবাদ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ হল রম্নমে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে সদর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বনমালী দাশের সভাপতিত্বে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা শ্রমিকলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এস.এম হোসেনুজ্জামান হোসেন। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি এস.এম সাহেব আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আছাদুল ইসলাম, আ’লীগ নেতা বদিউজ্জামান মন্টু, যুবলীগ নেতা আমিরম্নল ইসলাম, শ্রমিকলীগ নেতা আলমগীর হোসেন, তরম্নণলীগ সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবকলীগ নেতা বাবুল আক্তার, ছাত্রলীগ নেতা আলিম হোসেন, মিজানুর রহমান, আশরাফুজ্জামান তাজ, সমরেশ সরকার, ভূমিহীন নেত্রী ও ইউপি সদস্যা মারম্নফা খাতুন প্রমুখ। সভায় বক্তাগণ ২০০৪ সালের ২১ আগষ্ট গ্রেনেড হামলার সেই ভয়াল চিত্র তুলে ধরেন এবং সাথে সাথে গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন বঙ্গবন্ধু তনয়া শেখ হাসিনার উপর বর্বরোচিত গ্রেনেড হামলা করে হত্যার অপচেষ্টা ও মহিলা আওয়ামীলীগ নেত্রী আইভী রহমান সহ ১৪ জন নেতা কর্মীর হত্যার প্রতিবাদে ও খুনিদের অবিলম্বে বিচার ও ফাঁসির দাবী জানান।
ক্যাপশান-২১শে আগস্ট গ্রেনেড হামলায় নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে প্রতিবাদ সভায় বক্তব্য রাখছেন আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এস.এম হোসেনুজ্জামান হোসেন।