মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টার :
বাঁশখালী থানার বড়ঘোনা এলাকায় প্রায় ৩০ বছর আগে পূর্ব মো.হাছান আহম্মদ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
রোববার (৩০ অক্টোবর) চট্টগ্রামের ৬ষ্ঠ অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সাইফুর রহমান মজুমদারের আদালত এই রায় দেয়।
রায়ের সময় ৬ জন আসামি আদালতে উপস্থিত ছিলেন।রায়ের বিষয়টি নিশ্চিত করেন বেঞ্চ সহকারী ইমাম আক্তার চৌধুরী।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো কবির আহম্মেদ, নজরুল ইসলাম, হারুনুর রশিদ, দিল মুহাম্মদ, দুলা মিয়া ও মোহাম্মদ আলী প্রকাশ লাল মোহাম্মদ।
আদালত সূত্রে জানা যায়, বাঁশখালী থানার পূর্ব বড়ঘোনা এলাকায় মো. হাছান নামে এক ব্যক্তিকে মারধরে করে হত্যা করা হয় ১৯৯৩ সালের ২৩ অক্টোবর।
এই ঘটনায় তার বাবা মোহাম্মদ জানে আলম ১২ জনকে আসামি করে বাঁশখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন।
বেঞ্চ সহকারী ঈমাম আক্তার চৌধুরী বলেন, বাঁশখালীর থানার প্রায় ৩০ বছর আগে পূর্ব বড়ঘোনা এলাকায় মো. হাছান আহম্মদ হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ের সময় ৬ আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। অভিযোগ পত্রের আরও ৬ আসামি মামলা চলাকালে মৃত্যু বরণ করেছেন।