শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুন্সীগঞ্জে আনমনা প্রাঙ্গণের চিত্রাঙ্কন প্রতিযোগিতা সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্ককে বর্জ্য ও জলাশয় ব্যবস্থাপনা উন্নয়ন বিষয়ক কর্মশালা সাতক্ষীরা রেড ক্রিসেন্ট এর উদ্যোগে কম্বল বিতরণ বাকসাপ কর্তৃক লেখক পুরস্কার-২০২৫ নির্বাচিত হলেন যারা আজ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিলে পুলিশের লাঠিচার্জ, সংবাদ কর্মীসহ আহত ৭ জন রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যাপীঠে বিআরডিবি অনুষ্ঠানে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম নওগাঁর মান্দায় এক বৃদ্ধকে পিটিয়ে জখম থানায় মামলা নিতে হয়রানের অভিযোগ রায়পুরাতে ভ্রাম্যমাণ আদালতকে লক্ষ্য করে গুলি বোয়ালখালী ভাণ্ডালজুড়ির পানি চায় সিডিএ মধুখালীতে শীতের পুরান কাপড় বাজারে ক্রেতার ভিড়

৭ মাসের সাজা এড়াতে পালিয়ে ছিলেন ৯ বছর

রিপোর্টার নামঃ
  • আপডেট সময় বুধবার, ১৩ জুলাই, ২০২২
  • ২৬২ বার পঠিত

মুন্নি আক্তার, স্টাফ রিপোর্টারঃ ফেনীর সোনাগাজীতে মাদকের এক মামলায় সাত মাসের সাজা পান রুস্তম আলী (৪৮)। সেই সাজা থেকে বাঁচতে দীর্ঘ ৯ বছর পালিয়ে ছিলেন। তবে শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা পড়েছেন। ১৩জুলাই বুধবার সকালে পৌরসভার পূর্ব তুলাতলী এলাকা থেকে রুস্তম আলীকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রুস্তম আলী তুলাতলী এলাকার বাসিন্দা।

থানা-পুলিশ জানায়, ২০১৩ সালে ইয়াবাসহ পুলিশ রুস্তম আলীকে গ্রেপ্তার করে মামলা দিয়ে কারাগারে পাঠায়। কিছুদিন কারাভোগের পর জামিনে বের হয়ে রুস্তম গা ঢাকা দেন। আর আদালতে হাজির হননি। শুনানি শেষে একই বছর আদালত রুস্তম আলীকে সাত মাসের কারাদণ্ডের আদেশ দেন।

সোনাগাজী থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব আলম সরকার বলেন, রুস্তম আলী প্রায়ই স্থান পরিবর্তন করতেন। একটি মুঠোফোন নম্বর বেশি দিন ব্যবহার করতেন না। মাঝেমধ্যে গোপনে রাতের বেলায় বাড়ি এসে আবার ভোর হওয়ার আগে চলে যেতেন। তিনি স্থানীয়ভাবে বিষয়টি জানতে পারেন। এরপর এক মাস আগে রুস্তম আলীকে ধরতে তিনি ছদ্মবেশে গভীর রাতে তাঁর গ্রামের বাড়িতে এবং সম্ভাব্য কয়েকটি স্থানে গিয়ে খোঁজখবর নেন। পরে এক ব্যক্তির মাধ্যমে রুস্তমের বেশ কয়েকটি মুঠোফোন নম্বর ও ছবি সংগ্রহ করেন। এবার ঈদের বাড়ি আসতে পারেন বলে খবর পান। পরে একজন লোককে তথ্য দিয়ে সহায়তা করার জন্য টাকার বিনিময়ে নিয়োগ করেন।

মাহবুব আলম আরও বলেন, রুস্তম ঈদের তৃতীয় দিন রাতে বাড়িতে আসেন। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ও সোর্সের দেওয়া তথ্যের ভিত্তিতে পৌরসভার পূর্ব তুলাতলী এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.খালেদ হোসেন বলেন, সাজাপ্রাপ্ত রুস্তম আলীকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।