জয়ন্ত সাহা যতন,স্টাফ রিপোর্টার ঃ
অগ্রযাত্রার অনুসন্ধানী তৎপরতা ও ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়া প্রতারক জিনের বাদশাকে আটক করেছে র্যাব-৮। অগ্রযাত্রা'র ২১০ তম সংখ্যায় এ বিষয়ে "ফেসবুকে সক্রিয় জ্বীনের বাদশা গ্যাং; ভোলা থেকেই দেশজুড়ে চালাচ্ছে প্রতারণা" শিরোনামে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হলে সেটি র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টিগোচর হয়। পাশাপাশি অগ্রযাত্রার অনুসন্ধানে চক্রটি সম্পর্কে উঠে আসা সুনির্দিষ্ট তথ্য অগ্রযাত্রা র্যাবকে জানালে এরই প্রেক্ষিতে অভিযান চালায় র্যাব। এ বিষয়ে র্যাব-৮ কর্তৃক গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়-
“জিনের বাদশা” পরিচয়ে প্রতারণার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের জনসাধারণের কাছ থেকে প্রতারণার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার বিষয়টি গত ১৫ দিন পূর্বে র্যাব-৮, বরিশাল এর গোচরিভূত হয়। এ বিষয়ে ভোলা ক্যাম্প ছায়া তদন্ত শুরু করে। প্রায় দুই সপ্তাহ ব্যাপী তদন্তে এ বিষয়ের সত্যতা পাওয়া যায়। পরবর্তীতে ০৩ ডিসেম্বর ২০২২ তারিখ আনুমানিক ০০০৫ ঘঠিকায় র্যাব-৮, ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোঃ জামাল উদ্দিন এর নেতৃত্বে ভোলা জেলার বোরহানউদ্দিন থানাধীন চাঁননীর হাট বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ভুয়া জিনের বাদশা পরিচয় দানকারী মাওলানা কামরুজ্জামান @ কালা হুজুর (জিনের বাদশা)আসল নাম মোঃ নাজিম উদ্দিন হাওলাদার (২৫), পিতা- মোঃ নিরব হাওলাদার, মাতা- জরিনা বেগম, সাং- চকডোসা (ওয়ার্ড নং-০৮), থানা- বোরহানউদ্দিন, জেলা- ভোলা’কে গ্রেফতার করে।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তি নিজেকে জিনের বাদশা পরিচয় দিয়ে জিন-পরী ও তান্ত্রিক দ্বারা বিভিন্ন সমস্যার সমাধানসহ ভাগ্য পরিবর্তন করার মিথ্যা আশ্বাস দিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী সাধারণ জনগণের কাছ থেকে বিকাশের মাধ্যমে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নেয়। গ্রেফতারকালে তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল, সিমকার্ড, ইজিবাইক এবং নগদ-৬,৬০০/- টাকা উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবত জিনের বাদশা পরিচয়ে বিভিন্ন ফেসবুক পেইজ এবং লোকাল টিভি চ্যানেলে বিজ্ঞাপনের মাধ্যমে নিজের মোবাইল নম্বর, বিকাশ একাউন্ট, নগদ একাউন্ট দিয়ে থাকে। ভুক্তভোগী লোকজন নিজেদের সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করলে কৌশলে বিকাশ ও নগদের মাধ্যমে পর্যায়ক্রমে টাকা হাতিয়ে নেয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।