ওমর ফারুক রনি,গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার সাঘাটায় অটোভ্যান চালক রুবেল হত্যা ঘটনার রহস্য উন্মোচন ও ঘটনার সাথে জড়িত পাঁচ আসামীকে গ্রেপ্তার করেছে গাইবান্ধা পুলিশ। এসময় তাদের কাছ থেকে অটোভ্যানের বিভিন্ন অংশ ও মোবাইল ফোন উদ্ধার করে।
শুক্রবার (২৮এপ্রিল) দুপুরে গাইবান্ধার পুলিশ সুপার কামাল হোসেন সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সাক্ষ্য প্রমাণ বিহীন এই হত্যা মামলা সমাধান করতে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তা নেয়।
গত মার্চ মাসের ২০ তারিখে সাঘাটা থানার বাদিনার পাড়া গ্রামে ভুট্টা ক্ষেতের ভিতর থেকে রুবেল হোসেন নামে এক ব্যাক্তির মৃতদেহ পাওয়া যায়। এই ঘটনায় সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ ব্যাপক তদন্তের পর ঢাকা থেকে ৩জন আসামীকে গ্রেফতার করে। আসামীরা হলেন গাইবান্ধার সাঘাটার ওবাইদুল ইসলাম, রুবেল মিয়া ও বরিশালের গুয়াবাড়িয়া গ্রামের জসিম উদ্দিন। তারা ঢাকার জিরাবো এলাকায় এক সঙ্গে এই ধরনের অপরাধমূলক কর্মকান্ডের সাথে জড়িত।
পুলিশ সুপার আরও জানান, ওই ৩ আসামী হত্যা কান্ডের ২দিন আগে এলাকায় আসে এবং রুবেলের অটো ভ্যানটি সাঘাটা বাজার থেকে বাদিনার পাড়া গ্রামের দিকে নিয়ে যায়। পথে তাকে হত্যা করে ভুট্টা ক্ষেতে মরদেহ ফেলে রেখে অটো ভ্যান ও মোবাইল নিয়ে চলে যায়। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা এসব স্বীকার করেছে। এই অটো ভ্যান ক্রয় বিক্রয়ের সাথে জড়িত আরও ২জনকে আটক করে পুলিশ।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।