জিএম রাজু আহমেদ, নিজস্ব প্রতিনিধিঃ
আজ মঙ্গলবার বিকাল চারটা থেকে কালিগঞ্জ সরকারি কলেজ মাঠে উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচ এর একদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করেন রতনপুর ইউনাইটেড ক্লাব অপরদিকে জোর প্রতিদ্বন্দ্বিতা করে শ্যামনগর জমিদার বাড়ি ফুটবল একাডেমি । উক্ত খেলায় রতনপুর ইউনাইটেড ক্লাব ( পাঁচ/ তিন ) গোলে জয় লভ করে । খেলার মধ্যে ২২ নম্বর জার্সিধারী আবুবক্কার জমিদার বাড়ির পক্ষ থেকে একাই তিন গোল করেন। অপরদিকে রতনপুর ইউনাইটেডের ক্লাবের হয়ে শামীম, মামুন, জাহিদ, শাহরুখ এবং মুকুল একটি করে গোল করে । উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান মোঃ আবুল কাশেম। উক্ত খেলাটি পরিচালনা করেন ফিফা রেফারি শেখ ইকবাল আলম বাবলু ।