আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
“এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে” বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্য বাস্তবায়নে সরকারি, বেসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট, বসতবাড়িসহ সকল অনাবাদি পতিত জমি চাষাবাদের আওতায় এনে খাদ্য উৎপাদন বৃদ্ধির অংশ হিসেবে ফরিদপুরের সালথা উপজেলায় উদ্যোগ গ্রহণ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা প্রশাসন সালথা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজন ও বাস্তবায়নে বৃহস্পতিবার (২৪ নভেম্বর) দিন ব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় এই উদ্যোগ গ্রহণ কর্মসূচি পালন করা হয়। এই বিষয়ে উদ্বুদ্ধকরণের জন্য এসময় বিভিন্ন প্রকার সবজি বীজ ও চারা বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন শাহিনের সভাপত্বি এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষিবিদ এ কে এম হাসিবুল হাসান, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জীবাংশু দাস। সহকারী কমিশনার (ভূমি) মোঃ সালাহউদ্দিন আইয়ূবী, উপ-সহকাারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার রফিকুল ইসলাম প্রমূখ