প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ১১:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৭, ২০২৪, ৫:৩৭ পি.এম
অনিয়মের অভিযোগে কুমিল্লায় তিন প্রার্থীর ভোট বর্জন
নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপি হচ্ছে অভিযোগ তুলে কুমিল্লায় তিন প্রার্থী ভোট বর্জন করেছেন। সবকেন্দ্রেই জাল ভোট হচ্ছে দাবি করে আরেক প্রার্থী পুনরায় ভোট গ্রহণের আহ্বান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
কুমিল্লা-১ আসনে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের ব্যারিস্টার নাঈম হাসান ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের আমির হোসেন সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। নির্বাচনে তারা ব্যাপক কারচুপি, অনিয়ম ও প্রশাসনের অসহযোগিতার অভিযোগ করেন।
কুমিল্লা-১১ আসনের স্বতন্ত্র প্রার্থী ও চৌদ্দগ্রাম পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমানও ভোট বর্জন করেছেন। তিনিও সংবাদ সম্মেলনে ভোটের পরিবেশ নেই বলে উল্লেখ করেন। মিজানুর রহমানের ভোট বর্জনের পর চৌদ্দগ্রামে সংঘর্ষের খবর পাওয়া গেছে।
কুমিল্লা-৭ (চান্দিনা) আসনে সংবাদ সম্মেলন করে পুনরায় ভোটগ্রহণের আহ্বান জানিয়েছেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মুনতাকিম আশরাফ টিটু। তিনি চান্দিনার ৮৯টি কেন্দ্রেই জালভোটের অভিযোগ তুলেছেন।
কুমিল্লার এনডিসি কানিজ ফাতিমা বলেন, প্রার্থীদের কেউ আমাদের লিখিতভাবে ভোট বর্জনের কথা জানায়নি। তবে একজনকে ভোট বর্জন করতে ভার্চ্যুয়ালি দেখেছি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com