মোঃ জমির উদ্দিন
ভ্রাম্যমাণ প্রতিনিধি তালা সাতক্ষীরাঃ
সাতক্ষীরার তালা উপজেলাধীন শাহাজাতপুর ইউসুফ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের নৈশ প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।
অভিযোগ উঠেছে স্কুলের প্রধান শিক্ষক ও সভাপতি অন্য প্রার্থীদের না জানিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে নিয়োগ দেওয়ার।
জানা গেছে, বিগত ১৬মার্চ ২০২২ তারিখে ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী, অফিস সহায়ক ও আয়া পদে প্রধান শিক্ষক ও সভাপতির পছন্দমত নৈশ প্রহরী পদে সুমন গাজী, অফিস সহায়ক পদে সাইফুল ইসলাম ও আয়া পদে সেলিনা খাতুন কে নিয়োগ দেওয়া হয়। অপর চাকরি প্রার্থীরা অভিযোগ করেন, তাদের না জানিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক মোড়ল ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এস এম শামসুজ্জামান সরদার গোপনে এ নিয়োগ দিয়েছেন।
এ নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে গত ২৪ফেব্রুয়ারি '২২ আবেদনকারীরা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরসহ বিভিন্ন দফতরে অভিযোগপত্র জমা দেন নিয়োগ বঞ্চিতরা।
এছাড়াও ওই নিয়োগের চাকুরিপ্রার্থী আমেনা খাতুন তালা উপজেলা সহকারী জজ আদালত, সাতক্ষীরাতে গত ৩০মার্চ '২২ তারিখে প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিসহ ১২ জনের নামে অভিযোগ করেন (মামলা নম্বরঃ দেওয়ানি - ৭০/২২)।
চাকুরী প্রত্যাশী আমেনা খাতুন এ প্রতিবেদককে জানান, আমাদের না জানিয়ে প্রধান শিক্ষক আব্দুল হক মোড়ল বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাথে আতাঁত করে গোপনে নিয়োগ দিয়েছে। আমাদের অ্যাডমিট কার্ডও দেওয়া হয়নি। আমরা এ নিয়োগ বাতিল চাই।
এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হক মোড়লের কাছে জানতে চাইলে এ প্রতিবেদককে জানান, নিয়োগে কোন প্রকার অনিয়ম বা দূর্ণীতি হয়নি। বিধিমোতাবেক নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
এদিকে উপজেলা শিক্ষা অফিসের একটি সূত্র প্রতিবেদকে জানান, কিছু প্রার্থী ১ম দফায় বিজ্ঞপ্তি প্রকাশ হওয়ার আবেদন করেছিলেন। পরে স্কুল কর্তৃপক্ষ ২য় দফায় বিজ্ঞপ্তি প্রকাশ করে। অভিযোগকারীরা ১ম দফায় আবেদন করলেও পরে আবেদন করেন নি। এদিকে প্রতিষ্ঠান কর্তৃপক্ষও ২য় নিয়োগ প্রত্যাশীদের জানান নি। প্রথম বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীরা অ্যাডমিট কার্ড না পেয়ে গোপনে নিয়োগের অভিযোগ তুলেছেন।
এনিয়ে নিয়োগ বঞ্চিতরা দাবি করে বলেন, নব নিয়োগপ্রাপ্তদের এম.পি.ও বাতিল করে পুনরায় স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ পরীক্ষার মাধ্যমে নিয়োগের দাবি আমাদের।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।