মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম থেকে:-
আল মানাহিল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা ও সহযোগিতায় এবং এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আছরের নামাজের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় দ্বিতল বিশিষ্ট ফটিকছড়ির বিবিরহাট বাজার জামে মসজিদের।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মসজিদটির অন্যতম দাতা শায়খ আবদুল্লাহ ফয়সাল জাহরানি, নানুপুর ওবাইদিয়া মাদ্রাসার মহাপরিচালক ও আল মানাহিলের উপদেষ্টা আল্লামা শাহ সালাউদ্দিন দা.বা, আল মানাহিল চেয়ারম্যান শায়খ হেলাল উদ্দীন জমির, আল মানাহিল সেক্রেটারি মাওলানা ফরিদ উদ্দীন জমির, ভাইস সেক্রেটারি মাওলানা শরীফ উদ্দীন জমির, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির রহমান সানি, ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ ইসমাইল হোসেন সাহেব, মসজিদ পরিচালনা কমিটির কর্মকর্তা ও বিবিরহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগণ।