মোঃ মিজানুর রহমান চৌধুরী, স্টাফ রিপোর্টারঃ
অবসরে যাচ্ছেন দেশের ২৩ তম মাননীয় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার ।
আগামী ২৫ সেপ্টেম্বর তিনি অবসরে যাবেন। তবে ১ সেপ্টেম্বর থেকে সর্বোচ্চ আদালতে শরৎকালীন অবকাশ (ছুটি) শুরু হওয়ায় আজ ৩১ আগস্ট তিনি শেষবারের মত এজলাসে বসেছেন।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার ১৯৮১ সালে ঢাকা জেলা ও দায়রা জজ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৮৩ সালে তিনি হাইকোর্ট বিভাগে এবং ১৯৯৯ সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।
তিনি ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি হিসেবে এবং ২০১৩ সালে আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হন। সর্বশেষ ৩০ ডিসেম্বর ২০২১ সালে তিনি বাংলাদেশের ২৩তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার ২০১৫ সাল থেকে জুডিসিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তার অধীনে ১০ম জুডিসিয়ারি হতে ১৬তম জুডিসিয়ারি (চলমান) পর্যন্ত মোট ৭ টা জুডিসিয়ারির নিয়োগ সফলভাবে সম্পন্ন হয়।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী স্যার ছিলেন আইনের শিক্ষার্থীদের আইডল। জুডিসিয়ারিতে নিয়োগের ক্ষেত্রে স্যার ছিলেন স্বচ্ছতা এবং সততার প্রতীক। বিচার বিভাগ এবং জুডিসিয়াল সার্ভিস কমিশনের অগ্রগতিতে স্যারের অবদান অনস্বীকার্য, স্যারের অবসর জীবনের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি।
লেখক, মোঃ দেলোয়ার হোসেন , ঢাকা প্রেসক্লাব সাধারণ সম্পাদক।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।