মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী,চট্টগ্রাম থেকেঃ-
নূরানী তালীমুল কোরআন বোর্ড,চট্টগ্রাম বাংলাদেশ এর ২০২২ এর কেন্দ্রীয় পরীক্ষায় চট্টগ্রাম উওর জেলার ফটিকছড়ি থানার অনন্তর্গত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ ফটিকছড়ি মাধ্যম জাহানপুর আবু হুরায়রা (রা.) নূরানী মাদ্রাসা, নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম এর অধীনে ৩য় শ্রেনীর কেন্দ্রীয় সনদ পরীক্ষায় বরাবরের মতো আবারও ভালো ফলাফল অর্জন করেছে। আবু হুরায়রা (রা.) নূরানী মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা আরমান সাহেব জানান,এই নিয়ে আবু হুরায়রা (রা.) নূরানী মাদ্রাসার শিক্ষক বৃন্দ গর্বিত ও আনন্দিত। নূরানী তালীমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ এর ৩য় শ্রেণীর কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ করে এই ফলাফল অর্জন করে তারা। আজ ২৫শে ডিসেম্বর রোজ ঃ রবিবার দুপুর ১ টার দিকে নূরানী বোর্ডের কেন্দ্রীয় কার্যলায়ে ফলাফল প্রকাশ করা হয়। উক্ত কেন্দ্রীয় পরীক্ষায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থী মোট ১৬জন, পাশ করেছে ১৬ জন, ফেল ০জন, অনুপস্থিত ০জন, পাশের হার ১০০.০০%,মোট জিপিএ ৫ ৩জন,পরীক্ষায় অংশ গ্রহণ কারী শিক্ষার্থীরা হলেন,মোহাম্মদ এমদাদুল হক,সাবরিনা নাহার,মোঃ ফয়সাল,আইনুল হাসান আরিয়ান,উম্মে সালমা সামিরা,মোহাম্মদ মুশফিকুর রহিম,মোহাম্মদ আরফাত,জান্নাতুল মাওয়া,মোঃ ছাবিদ বিন সোহান,মোঃ আবিদুর রহমান আবিদ,খদিজাতুল খুবরা,তাসমিন আকতার,মোহাম্মদ আবদুর রহিম,মুহাম্মদ জোনাইদ হোসেন,মঈনুল ইসলাম আনাস,সিদরাতুল মোনতাহা,তিনি আরো বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনের পেছনে রয়েছে শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম। মাওলানা আরমান বলেছেন আগামীতে তারা ২য় ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে আরো ভাল ফলাফল অর্জনের জন্য মেহনত চালিয়ে যাবেন। তিনি বলেছেন, মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও অএ মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য দোয়া চেয়েছেন।
আল্লাহ তায়ালার কাছে তাদের সুন্দর ভবিষ্যতের জন্য দোয়া রইল, আল্লাহ তায়ালা তাদের সকল কে দ্বীনের জন্য কবুল করুক আমীন।