নিজস্ব প্রতিনিধিঃ
যশোর-সাতক্ষীরা মহাসড়কে সাতক্ষীরা বাস মালিক সমিতি কর্তৃক অবৈধ চেকপোস্টের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীর তাড়া খেয়ে ব্যাটারী চালিত ইজিবাইক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নি'হত হয়েছে। ২১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯ ঘটিকায় সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ইউনিয়নের ওয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নি'হত ভ্যানচালক এর নাম জনা যায় রউফ গাজী (৬০) সদরের তুজলপুর গ্রামের আনার আলীর বাড়ির ভাড়াটিয়া ও কালিগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের মৃত নিয়ামত গাজীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওয়ারিয়ায় সাতক্ষীরা বাস মালিক সমিতির অবৈধ চেকপোস্টে দায়িত্বে থাকা কয়েকজন ভাড়াটিয়া লাাঠিয়াল বাহিনী বৃহস্পতিবার সকালে সড়কে বিভিন্ন ধরনের যানবাহন, ইজিবাইক, ভ্যান চলাচল করে এরই মধ্যে একটি ইজিবাইক গতিরোধ করার চেষ্টা করে লাটিয়াল বাহিনী তারা, তবে ইজিবাইকটি চাঁদা দেয়া ও ভাঙচুরের হাত থেকে রক্ষা পেতে দৌঁড়ে পালানোর চেষ্টাকালে অপরদিক থেকে আসা একটি ব্যাটারী চালিত ভ্যানে ধাক্কা লাগে তাৎক্ষণিক ভ্যানচালক রউফ গাজী রাস্তায় পড়ে গুরুতর আহত হয়। পরে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এখটনার পরে ওখানকার স্থানীয়দের অভিযোগ বাংলাদেশে এনাকি এক নজিরবিহীন চেকপোস্ট। মহাসড়কের জায়গা দখল করে বছরের পর বছর ধরে অলৌকিকভাবে প্রশাসনকে বৃদ্ধাআঙুল দেখিয়ে সাতক্ষীরা বাস মালিক সমিতি কর্তৃক কলারোয়ার মুরালীকাটি, ঝাউডাঙ্গার ওয়ারিয়া ও ছয়ঘরিয়ায় অবৈধ চেকপোস্ট চালিয়ে আসছে। চেকপোস্টের ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী গুলো যাত্রীবাহী ভ্যান, ইজিবাইক, মহেন্দ্র সহ অনেক যানবাহন সড়কে আটকিয়ে জোরপূর্বক ২০/৫০ টাকা গাড়ী প্রতি চাঁদা আদায় করে। চাঁদা না দিলে গাড়ী ভাঙচুর, অসৎআচরণ করে ও যাত্রীদের নামিয়ে হয়রানি করা হয় বলে অভিযোগ পাওয়া যায় সেই সাথে থ্রি-হুইলার চালকদের তারা হয়রানি করে । এদিকে সাতক্ষীরা বাস মালিক সমিতির অভিযোগ, সড়কে অতিরিক্ত থ্রি-হুইলার গাড়ী বৃদ্ধি পাওয়ায় বাসে যাত্রী কম হচ্ছে। এতে প্রতিবছরে বৈধ কাগজ করে সড়ককে চলাচলে লোকসান হচ্ছে। তাই তারা সড়কে চেকপোস্ট বসিয়ে থ্রি-হুইলার নিয়ন্ত্রণ করছে। তবে যত্রতত্র চেকপোস্টের বৈধতা আছে কিনা জানতে চাইলে তারা কোনো সদুত্তর দিতে পারিনি। তবে নি'হতের পরিবার ও এলাকাবাসীর দাবি এই চেকপোস্টে থাকা ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনীদের তাড়ার কারণে দুর্ঘটনাটি ঘটেছে এর দায়ভার সাতক্ষীরা বাস মালিক সমিতিকে নিতে হবে। পাশাপাশি অবৈধ চেকপোস্ট উচ্ছেদ ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিছে এলাকাবাসী। এ বিষয়ে সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগের সদস্য সচিব, মাহমুদুল আলম বিবিসিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সাতক্ষীরা জেলা জাতীয় শ্রমিক লীগ কখনো এমন ধরনের অবৈধভাবে লাঠিয়াল বাহিনী দ্বারা চাঁদা আদায়ের মতো কার্যক্রম কখনো মেনে নেব না ও যারা এমন ধরনের কাজ করবে তাদের বিরুদ্ধে আমরা আন্দোলন করে চলবো, এই ঘটনা ঘটেছে এটা শুনে আমি অত্যন্ত মর্মাহত আমি আপ্লুত হয়ে গেছি একজন শ্রমিক এইভাবে ঝরে পড়বে অবৈধ লাঠিয়াল বাহিনীর অত্যাচার আমি এই ঘটনায় জড়িত যারা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত গতিতে মূল আসামিকে গ্রেফতার করে আর এই অবৈধ চাঁদাবাজি বন্ধ করার জোর দাবি জানাচ্ছি, আমরা জাতীয় শ্রমিক লীগ সাতক্ষীরা জেলা শাখা ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তুলবো প্রয়োজনে আমরা মানববন্ধন করব এই মৃত্যুর ব্যক্তির পরিবারের পাশে থাকবো ইনশাআল্লাহ। বিবিসি আরো বলেন শ্রমিকদের পাশে সব সময়ের জন্য সাতক্ষীরা জাতীয় শ্রমিক লীগ থাকবে ভবিষ্যতেও থাকবো।
আর শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।