আলী আজীম,মোংলা (বাগেরহাট):
পাওনা টাকা নেয়াকে কেন্দ্র করে মোংলায় রক্তক্ষয়ী সংঘর্ষে ১ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় মোঃ হাসান সরদার (৩০) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) আনুমানিক বেলা ১১ টায় উপজেলার চিলা ইউনিয়নের বৈদ্যমারী গ্রামে এ ঘটনা ঘটে ।
চিলা ইউনিয়নের দক্ষিণ হলদিবুনিয়া এলাকার মজিবর সরদারের ছেলে আহত হাসান সরদার বলেন, সুন্দরবন ইউনিয়নের বাঁশতলা এলাকার শহিদুল সরদারের ছেলে সুমন সরদার (২৫) কে আমি ত্রিশ হাজার টাকা ধার দেই। সেই টাকা চাওয়া নিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের মাঝে সুমন ও বাবু আমাকে বেদম মারধর করে।
এ বিষয়ে অভিযুক্ত সুমন সরদার বলেন, হাসান আমার কাছে কোন টাকা পাবেনা। সকালে আমি বৈদ্যমারী বাজারে চা খেতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে সুমন আমাকে হঠাৎ মারধর করে। সেখানে আমি জ্ঞান হারালে আমার ছোট ভাই আমাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে।
এ বিষয়ে মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, মারধরের একটি বিষয় শুনে স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশ পাঠিয়েছি। তবে এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।