লেখক,
আ হ জুবেদ
সাংবাদিক ও উপস্থাপক "বাংলাটিভি"
সভ্যতার প্রাচীন রাষ্ট্র সিরিয়া। প্রায় দশ হাজার বছর ধরে মানুষের বসতির চিহ্ন মেলে সেদেশটিতে। তাই অনেকেই দাবি করেন ওই দেশটির রাজধানী দামেস্কই পৃথিবীর প্রাচীনতম শহর।
অত্যন্ত আফসোসের বিষয় যে, মধ্যপ্রাচ্যের ওই দেশের ধনবানরাও ভিক্ষাবৃত্তি কর্মে লিপ্ত।
সিরিয়ার ভিক্ষুকদের কাছে যেসব সম্পদ রয়েছে, বোধকরি- বাংলাদেশের বিত্তবানদেরও সেরকম সম্পদ নেই।
ওই দেশের ভিক্ষুকরা লাখ লাখ টাকা খরচ করে পরদেশে গিয়ে ভিক্ষাবৃত্তি করে থাকে।
উপসাগরীয় দেশ কুয়েত, এদেশটিতে প্রকাশ্যে ভিক্ষাবৃত্তি করা অপরাধজনক একটি কাজ।
অথচ রাস্তাঘাটে, মসজিদ প্রাঙ্গণে, বেসরকারি অফিস সহ ইত্যাদি স্থান সমূহে সিরিয়ান নারী ভিক্ষুকদের উপস্থিতি লক্ষণীয়।
অন্যদিকে, যে বয়সে অবুঝ শিশুটি মা' এর কোলে স্নেহ আর আদরে হবে বিমোহিত, বেড়ে ওঠবে সমাজে আপন মহিমায়।
সেই বয়সে নিষ্ঠুর জননী তাকে ঠেলে দিচ্ছে ভিক্ষাবৃত্তিতে।
এমনকি পঞ্চাশ ডিগ্রী তাপমাত্রার চেয়েও বেশি গরম উপেক্ষা করে ৫ কিংবা ৭ মাস বয়সী অবুঝ শিশুকে নিয়ে রাস্তায় বসে ভিক্ষাবৃত্তিও দৃশ্যমান। সিরিয়ান ভিক্ষুকদের সবচেয়ে অমানবিক দৃশ্য এটি।
ওরা নিজেরা অপরাধযোগ্য কর্মকাণ্ড করার পাশাপাশি আগামীর প্রজন্মদেরও ঠেলে দিচ্ছে ঠিক একই রাস্তায়।
রাসুলুল্লাহ (সা.) সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ‘যে ব্যক্তি অভাব ব্যতীত ভিক্ষা করলো; সে যেন জাহান্নামের আগুন ভক্ষণ করলো।
সুতরাং এ বিষয়টি সহজেই অনুমেয় যে, চরম অভাব ব্যতীত ভিক্ষাবৃত্তি সম্পূর্ণ হারাম।
লেখক,
আ হ জুবেদ
সাংবাদিক ও উপস্থাপক "বাংলাটিভি"
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।