আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাটঃ
অর্থের অভাবে হার্ট ছিদ্র ও হানিয়া রোগের চিকিৎসা হচ্ছে না শিশু সাজিদের (১৪)। জন্মের পর থেকে সাজিদের হার্ট ছিদ্র ও হার্নিয়া রোগে আক্রান্ত হয়ে এই ১৪ বছর যাবৎ ভুগছে। এখন আগের থেকে গুরুতর অবস্থা। তার বাবা একজন পেপার/পত্রিকা বিক্রেতা (হকার) অতি দরিদ্র মানুষ তার ওপর ব্রেন স্টোকের রোগী। কিন্তু ছেলের এই অবস্থা দেখে বাবার আর কষ্টের সীমা নেই। এখন তার ছেলের অবস্থা খুবই গুরুতর। অসুস্থ সাজিদের চিকিৎসা করাতে অনেক টাকার প্রয়োজন তাই হতদরিদ্র পিতা তার শিশু সন্তান সাজিদের চিকিৎসার জন্য সকলের নিকট আর্থিক সহায়তা কামনা করছেন। অসুস্থ শিশুটির পিতা সাংবাদিকদের বলেছেন, পিতার সামনে কোনো সন্তানের এই অবস্থা থাকলে তার মনের পরিস্থিতি কি হয়। বর্তমান খুলনা সিটি মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ বিধান চন্দ্র গোস্বামীর চিকিৎসাধীনে রয়েছে অসুস্থ সাজিদ। সাহায্য পাঠানোর ঠিকানা : রূপালী ব্যাংক একাউন্ট নং- ২৯১৫০১১০০১৪৬৯২, মোল্লাহাট শাখা বাগেরহাট। বিকাশ ও নগদ নং- ০১৯১৯-০৬১৪৫০।