উত্তম চক্রবর্তী,মণিরামপুরঃ
যশোরের মণিরামপুর উপজেলার মশ্বিমনগর ইউনিয়নের হাজরাকাঠি গ্রামের অসহায়, পঙ্গু আজাহারুলের পাশে দাঁড়িয়েছেন মশ্বিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বিশিষ্ট সমাজসেবক মোঃ আবুল হোসেন। তিনি বৃহস্পতিবার বিকেলে কাঁঠালতলা বাজারে তাঁর অফিস কার্যালয়ে এই সহায়তা প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আজাহারুল বলেন, জীবনে ভাবতে পারিনি চেয়ারম্যান আবুল হোসেন কাকা এত টাকা দিয়ে আমার পাশে দাঁড়াবেন। আজ আমার খুব ভাল লাগছে। চেয়ারম্যান আবুল হোসেন বলেন, আমার ব্যক্তিগত তহবিল থেকে আজাহারুলকে হুইল চেয়ার ও আর্থিক সহযোগিতা প্রদান করেছি।