"ঐক্য, সেবা, বিজ্ঞান, প্রগতি" এই স্লোগানকে ধারণ করে আজ ২৮ মার্চ (শুক্রবার) মুন্সীগঞ্জ জেলা সদরের বাস স্টান্ড, সুপার মার্কেট, কাচারি সহ শহরের বিভিন্ন স্থানে রাস্তায় অবস্থীত অসহায় দরিদ্র মানুষদের মাঝে সূর্যালোক যুব সংগঠনের উদ্যোগে প্রায় শতাধিক ইফতার সামগ্রী বিতরণ করেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের সভাপতি শেখ ফরিদ পলক বলেন, বিভিন্ন সময়ে আমরা ইফতার এর মূহুর্তে শহরের বিভিন্ন স্থানে অসহায় দরিদ্র মানুষদের অবস্থান লক্ষ করেছি, আর তদের কথা চিন্তা করেই সংগঠনের সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় আমাদের এই ব্যাতিক্রম আয়োজন।
পলক এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন সেচ্ছাসেবী সংগঠনের সদস্য ইয়াসিন আহম্মেদ, কামরুল হাসান নিবিড়, এল.ডি হৃদয়, রিফাতুল ইসলাম জয়, রায়হান তালুকদার প্রান্ত প্রমুখ। এছাড়াও সংগঠনটি বিভিন্ন সময়ে মুন্সীগঞ্জে নানামুখী সামাজিক কর্মকান্ডে ভূমিকা রাখছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325