শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৪:৪১ অপরাহ্ন
শিরোনামঃ

অসুস্থ আলেমদের সুস্থতার জন্য দেশবাসীর দোয়া চেয়েছেন আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, রাউজান চট্টগ্রামঃ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৫৭৭ বার পঠিত

 

মোহাম্মদ আতিকুল্লাহ চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধিঃ

দেশের প্রখ্যাত কয়েকজন উলামায়ে কেরামের অসুস্থতার খবরে উদ্বেগ প্রকাশ করে তাঁদের সকলের সুস্থতা ও দীর্ঘ হায়াত কামনা করে দোয়া করেছেন দেশের সর্বপ্রাচীন ও বৃহৎ ইসলামী শিক্ষাকেন্দ্র দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী।

সোমবার (১১ সেপ্টেম্বর) এক বার্তায় তিনি বলেন, বেশ কিছু দিন ধরে চট্টগ্রাম দারুল মাআারিফ মাদ্রাসার মুহতামিম আল্লামা সুলতান জওক নদভী, চট্টগ্রামের আনোয়ারা জামিয়া আরাবিয়া হাইলধর মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আবদুল মালেক হালিম, জামিয়া আহলিয়া দারুল উলূম হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস আল্লামা শেখ আহমদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মাওলানা ফয়জুল করীম, আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আহমাদুল্লাহ’সহ অনেকেই অসুস্থ। তাঁরা সকলেই দেশের শীর্ষ স্তরের ও গুরুত্বপূর্ণ আলেম এবং ইসলামী শিক্ষার বিস্তার, দাওয়াহ ও মানবিক সেবামূলক কার্যক্রমসহ বহু দ্বীনি খেদমাত পরিচালনার সাথে যুক্ত আছেন। উম্মাহ ও দেশের জন্য এসকল উলামায়ে কেরামের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ। তাঁদের এই দীর্ঘ অসুস্থতায় আলেম সমাজ ও ছাত্র-জনতার মাঝে উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে।

হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক বলেন, গত দুই বছরে আল্লাহর ইচ্ছায় একের পর এক দেশের বহু শীর্ষ আলেম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। যে কারণে দেশে নেতৃত্বস্থানীয় ও মুরুব্বী আলেমের বিশাল শূণ্যতা তৈরি হয়েছে। এটা জাতির জন্য ভাল খবর নয়।

হাদীস শরীফে আছে, আল্লাহ তাআলা মানুষের কাছ থেকে জোর করে ইলম ছিনিয়ে নেবেন না; বরং আলেমদেরকে দুনিয়া থেকে উঠিয়ে নেওয়ার মাধ্যমেই ইলম উঠিয়ে নেবেন। অতঃপর যখন কোনো আলেম বাকী থাকবে না, তখন মানুষজন জাহেলদেরই নেতা হিসেবে গ্রহণ করবে। অতঃপর তাদের কাছে মাসআলা জিজ্ঞেস করা হবে, তারা না জেনেই ফাতওয়া দিবে। ফলে তারা নিজেরাও গোমরাহ হবে, আর অপরকেও গোমরাহ করবে। (বুখারী ও মুসলিম)।

আল্লামা মুফতি খলীল আহমদ কাসেমী বলেন, গত দুই বছরে অনেক শীর্ষ আলেমকে হারানোর পর বর্তমানে শীর্ষ ও প্রভাবশালী স্তরের এতো আলেমের লাগাতার অসুস্থতায় সকলের মনে নতুন শঙ্কা ও উদ্বেগ তৈরি হয়েছে। তাই দেশের আলেম সমাজ, মসজিদের ইমাম-খতীব ও সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি অসুস্থ আলেমদের পরিপূর্ণ সুস্থতা ও বরকতময় হায়াতের জন্য মহান আল্লাহর দরবারে দোয়া-মুনাজাত করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।

সাংবাদ পড়ুন ও শেয়ার করুন

আরো জনপ্রিয় সংবাদ

© All rights reserved © 2022 Sumoyersonlap.com

Design & Development BY Hostitbd.Com

কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।