আব্দুল্লাহ আল মামুন,আন্তর্জাতিক প্রতিবেদকঃ
অস্ট্রেলিয়ার সিডনিতে গাড়ির ভেতর প্রায় দীর্ঘ ৫ ঘণ্টা আবদ্ধ থাকার পর বাংলাদেশি বংশোদ্ভূত ৩ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ০২/০২/২০২৩ গ্লেনফিল্ড এলাকায় এ ঘটনা ঘটে।ওই সময় গ্লেনফিল্ড এলাকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস।
সূত্রে জানা যায়,শিশুটির বাবা-মা ২ জনই বাংলাদেশি।নিহত শিশুটির বাবা বড় ছেলেকে স্কুলে পৌঁছে দেওয়ার সময় ছোট ছেলেকেও গাড়িতে করে নিয়ে যান।বড় ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে বাড়ি ফেরার পর তিনি ছোট ছেলেকে গাড়ি থেকে নামাতে ভুলে যান।
প্রায় দীর্ঘ ৫ ঘণ্টা পর বড় ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার সময় ছোট ছেলের কথা তার মনে পড়ে।তখন তিনি ছোট ছেলেকে গাড়ির ভেতর অচেতন অবস্থায় দেখতে পান।ওই সময় সেখানকার তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। খবর পেয়ে পুলিশ এবং চিকিৎসকরা ঘটনাস্থলে এসে শিশুটিকে মৃত বলে ঘোষণা করে।
পুলিশ নিহত শিশুর বাবাকে সহ গাড়িটি জব্দ করে ক্যাম্পবেলটাউন থানায় নিয়ে গিয়েছে।
নিহত শিশুটির পিতা পুলিশকে নিজের ভুলের কথা জানিয়েছেন যে, তার ছোট ছেলে ভুলবশত সারাদিন গাড়িতে বন্ধ ছিল।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।