আসাদউজ্জামান লৌহজং প্রতিনিধি:
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া মোরের কাছে গোপন সংবাদের ভিত্তিতে সহকারি কমিশনার ভূমি(এ সি ল্যান্ড)মো: ইলিয়াস শিকদার এর নেতৃত্বে লৌহজং থানা পুলিশ ২ ট্রাক অবৈধ, অস্বাস্থ্যকর কেমিক্যাল মিশ্রিত ও ভেজাল মানব দেহের জন্য ক্ষতিকারক, পাইপ আইসক্রিম জব্দ করে। জব্দ কৃত আইসক্রিমের কোন কাগজপত্র না থাকায় ২ কোম্পানিকে ২০ হাজার টাকা করে জরিমানা আদায় এবং জব্দকৃত আইসক্রিম ধ্বংস করা হয়।
এ ব্যাপারে লৌহজং থানার এস আই সাখাওয়াত হোসেনের সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, দুটি ট্রাক অবৈধ ভেজাল মানব দেহের জন্য ক্ষতিকর, বিভিন্ন প্রকার পাইপ আইসক্রিম নিয়ে বিক্রয়ের উদ্দেশ্যে শিমুলিয়ার দিকে যাচ্ছে, তৎক্ষণাৎ আমি বিষয়টি সহকারী কমিশনার ভূমি (এ সি ল্যান্ড) মোঃ ইলিয়াস শিকদার, মহোদয় কে অবগত করিলে, তাহার নেতৃত্বে আমি এস আই সাখাওয়াত হোসেন, এস আই মনসুর আলী, কনস্টেবল মুমিন, মহসিন, রনি ড্রাইভার কে সঙ্গে নিয়ে ট্রাক নং (ঢাকা মেট্রো ২১-৩৫৫২) ৬০ হাজার পিছ আইসক্রিম এবং (ঢাকা মেট্রো ১৫-৯৩৮২) ৩৫ হাজার পিছ আইসক্রিম সহ দুটি গাড়ি আটক করি, ট্রাক দুটির ড্রাইভার এর কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় সহকারি কমিশনার ভূমি (এ সি ল্যান্ড) মহোদয়ের এর মোবাইল কোট এর মাধ্যমে দুই কোম্পানিকে আর্থিক জরিমানা সহ জব্দকৃত মালামাল ধ্বংস করা হয়। আইসক্রিম ধ্বংস করার সময় আরো উপস্থিত ছিলেন লৌহজং থানার এস আই মোস্তফা কামাল। ধ্বংসকৃত আইসক্রিমের আনুমানিক বাজার মূল্য ১ (এক লক্ষ) ৮০(আশি হাজার) টাকা।