মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদকঃ
নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে চাক্তাই এলাকার ডায়মন্ড সেমাই ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া একই অভিযানে মূল্য তালিকা না থাকায় দুই গরুর মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ–পরিচালক ফয়েজ উল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ। ফয়েজ উল্যাহ জানান, চাক্তাই এলাকার ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিতে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এছাড়া এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে অননুমোদিত কেমিক্যাল। আবার প্যাকেটের গায়েও ছিল না মূল্য। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এছাড়া তুলাতলি জামাই বাজারে দুটি মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।