মুন্নি আক্তার,নিজস্ব প্রতিবেদক :
শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেছেন, চট্টগ্রামের আইনজীবীদের দীর্ঘদিনের দাবী চট্টগ্রামে হাইকোর্টের সার্কিট বেঞ্চ স্থাপন। বিষয়টি দীর্ঘায়িত হলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবীদের কথা চিন্তা করে প্রধান বিচারপতিকে চট্টগ্রামে সার্কিট বেঞ্চ করার বিষয়ে চিঠি লিখে অনুরোধ জানিয়েছেন। গতকাল বিকালে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটরিয়ামে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১০০০ কেভিএ বৈদ্যুতিক সাব স্টেশন, সমিতির বার্ষিক চাঁদা, চেম্বার ভাড়া এবং বিদ্যুৎ বিল অনলাইনের মাধ্যমে পরিশোধ কার্যক্রম, আইনজীবী ভবনের আধুনিকায়ন ও সংস্কারকৃত মহিলা আইনজীবী কমনরুম, ৩নং মিলনায়তন ও সমিতি কার্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের ভারপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলম। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ হাশেম, স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক এ এইচ এম জিয়াউদ্দিন এবং সঞ্চালনায় ছিলেন সহসাধারণ সম্পাদক মোহাম্মদ এরশাদুর রহমান (রিটু)।
শিক্ষা উপমন্ত্রী বলেন, চট্টগ্রামের আইনজীবীদের নিকট জননেত্রী শেখ হাসিনা চিরকৃতজ্ঞ। একদিন আইনজীবীরাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবন বাঁচিয়েছিলেন। চট্টগ্রাম বার সমিতির উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময় অনুদান দিয়ে আসছেন। প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত অনুদান দিয়েই উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে এবং হচ্ছে। আমি নিজেই গর্বিত সমিতির একজন সদস্য হয়ে। আমি আইনজীবীদের প্রত্যাশার দাবির বিষয়ে একমত।
করোনাকালীন সরকার আইনজীবীদের কথা মাথায় রেখে আর্থিকভাবে সহায়তা করেছে উল্লেখ করে উপমন্ত্রী বলেন, সমিতি ডিজিটাইলেজশন হওয়ার কারণে আমরা এখন ঘরে বসেই নানান সুবিধা পাই। উপমন্ত্রী বলেন, সম্প্রতি প্রশাসনের সাথে আইনজীবীদের যে অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি হয়েছে আমি আশা করছি সৌহাদ্যপূর্ণ সর্ম্পকের মধ্যে দিয়েই বিষয়টি নিষ্পত্তি হবে।
আইনজীবীরা মানবিক ও পেশাগত দিক থেকে অত্যন্ত প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন। সরকারের মন্ত্রী পর্যায়ে আইনজীবীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। সমিতির সদস্যদের কল্যাণার্থে শাপলা ভবনের জন্য একটি লিফট প্রদানের বিষয়ে প্রতিশ্রুতি ব্যক্ত করে উপমন্ত্রী আরো বলেন, জ্ঞান, প্রজ্ঞা ও দক্ষতার দিক থেকে চট্টগ্রাম বার অত্যন্ত সমৃদ্ধ বার হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেছে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পক্ষে চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার অলক কুমার বল ও ই–ভিশন সফটওয়্যার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. নাজিম উদ্দিন।