প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৯, ২০২৩, ৬:১৫ পি.এম
আইনশৃঙ্খলা রক্ষায় ও সুষ্ঠু ভোটগ্রহণের লক্ষে মুন্সীগঞ্জে বিজিপির কার্যক্রম শুরু।
লিটন মাহমুদ, মুন্সিগঞ্জঃ
নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষায় মুন্সীগঞ্জে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মুন্সীগঞ্জে বিভিন্ন স্থানে টহল শুরু করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে ও পরে আগামী ১০ জানুয়ারি পর্যন্ত মুন্সীগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে স্ট্রাইকিং ফোর্স হিসাবে প্রায় ১০ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল তানভিরের নেতুত্বে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে শান্তিশৃঙ্খলা রক্ষায় মুন্সীগঞ্জে প্রায় ১০ প্লাটুন বিজিবি কাজ করবে।
জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। এবং মুন্সীগঞ্জ ৩ টি সংসদীয় আসনের সবকয়টি গুরুত্বপূর্ণ এলাকায় সবসময় টহলে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা । দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিশৃঙ্খলা রক্ষায় রাজধানীসহ সারাদেশে এক হাজার ১৫১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com