আজহারুল ইসলাম সাদী, স্টাফ রিপোর্টারঃ
আইপিএলের প্রথম ম্যাচে চমক ছড়িয়েছেন মোস্তাফিজুর রহমান। একের পর এক দারুন ডেলিভারিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর টপ অর্ডারকে দুমড়ে মুচড়ে দিয়েছেন কাটার মাস্টার। নিজের প্রথম ওভারে দুই উইকেট নেবার পর ইনিংসের ১২তম ওভারে আবার বোলিংয়ে এসেই তুলে নিয়েছেন বিরাট কোহলির উইকেট।
মোস্তাফিজুরের ডেলিভারি হাকিয়ে ওভার বাউন্ডারি মারতে যাওয়া কোহলি বাউন্ডারি লাইনে রাচিন রবীন্দ্রের তালুবন্দি হয়ে মাঠ ছাড়েন। এরপর ক্রিজে আসেন ক্যামেরন গ্রিন। তাকেও দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন কাটার মাস্টার। ব্যক্তিগত দুই ওভার শেষে ৭ রানে ৪ উইকেট তুলে নেন তিনি।
এর আগে, ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বোলিংয়ে আসেন কাটার মাস্টার। কোহলি-ডু প্লেসি জুটির ভয়ংকর রুপ বাড়তেই তার হাতে বল তুলে দেন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়। ওভারের তৃতীয় বলেই ফাফ ডু প্লেসিকে সাজঘরে ফেরান মোস্তাফিজ। ব্যাক্তিগত ৩৫ রানে আউট হন ফাফ।
নিজের প্রথম ওভারের শেষ বলে রজত পাতিদারকেও প্যাভিলিয়নে ফেরত পাঠান ফিজ। মোস্তাফিজের বলে ধোনির হাতে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন রজত।
প্রথম ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর দেওয়া ১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৮ বল বাকি রেখেই ৬ উইকেটের জয় তুলে নেয় চেন্নাই।প্রথম ম্যাচে দলকে জিতিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন মোস্তাফিজুর রহমান।