সবুজ শিকদার,বাগেরহাট প্রতিনিধিঃ
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে অন-লাইন ও অফ-লাইনে জুয়া খেলা অবস্থায় বাগেরহাটের চিতলমারী উপজেলা থেকে ১১ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার চর-চিংগুড়ি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল এর নেতৃত্বে সঙ্গীয় এএসআই ইফরান হোসেন ও এএসআই জিয়ারুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ১১ জুয়াড়িকে আটক করে। এসময়ে নগদ ৫ হাজার ৬৫০টাকা জব্দ করা হয়েছে।
বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল এ তথ্য নিশ্চিত করেছেন।
আটককৃত জুয়াড়িরা হলেন, বাগেরহাটের চিতলমারী উপজেলার পরানপুর চর-চিংগুড়ি গ্রামের জিল্লুর রহমানের ছেলে মামুন শেখ (৩১), আব্দুল মাজেদ শেখের ছেলে নুরুল আমিন ওরফে ফেলু (২৫), বাবুল শেখের ছেলে রিয়াজুল শেখ (২০), নজির শেখের ছেলে জনি শেখ (২০), রফিক পাইকের ছেলে ফজর পাইক (২৬), সামসু শেখের ছেলে আমিনুল শেখ (২৪), কবির শেখের ছেলে, ইমরান শেখ লাবু (২১), রশিদ শেখের ছেলে মারুফ শেখ (৩৮), ওহাব শেখের ছেলে রিপন শেখ (২৫), একই উপজেলার চরচিংগুলি গ্রামের আবু সাঈদ শিকদারের ছেলে ফয়সাল সিকদার (২৫) ও বিল্লাল শেখের ছেলে সজীব শেখ (২৫)।
বড়বাড়িয়া পুলিশ ক্যাম্পের এসআই সঞ্জয় মন্ডল জানান, আমাদের কাছে খবর আসে ইন্ডিয়া প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টুয়েন্টি ক্রিকেট খেলা চলাকালে চিতলমারী উপজেলা চর-চিংগুড়ি বাজারে একদল যুবক নিয়মিত অন-লাইন ও অফ-লাইনে জুয়া খেলছে। এমন খবরের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার চর-চিংগুড়ি বাজারে মোস্তফা মার্কেটে হান্নু শেখের চায়ের দোকানে টেলিভিশনে আইপিএল খেলা চলাকালে জুয়া খেলা অবস্থায় ১১ জুয়াড়িকে আটক করা হয়।
এসময়ে তাদের কাছ থেকে নগদ ৫ হাজার ৬৫০টাকাসহ জুয়াড়িদের জব্দ করা হয়েছে। মামলা দায়েরের পর রবিবার দুপুরে আটক এসব জুয়াড়িদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।