প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। জনগণের শান্তি, উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনই বর্তমান সরকারের লক্ষ্য।
আজ বৃহস্পতিবার সকালে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরিয়ে দিয়েছে। জনগণের শান্তি, উন্নয়ন, ভাগ্য পরিবর্তন আমাদের লক্ষ্য, সেই অনুযায়ী আমরা ইশতেহার দিয়েছি। তা বাস্তবায়ন করছি।
তিনি বলেন, স্থিতিশীল পরিবেশ আছে বলেই দেশে উন্নতি হচ্ছে। আজকের বাংলাদেশ বদলে যাওয়া বাংলাদেশ।
প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিনের উপর মানবতাবিরোধী অপরাধ হচ্ছে। সেখানে যে হামলা হচ্ছে, গণগত্যা হচ্ছে তার তীব্র নিন্দা জানাচ্ছি। এর ধাক্কা বাংলাদেশেসহ সব জায়গায় পড়েছে।
শেখ হাসিনা বলেন, প্রযুক্তির বিকাশের সাথে নতুন নতুন অপরাধও হচ্ছে। এসব রোধে পুলিশ বাহিনী যেন প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, পুলিশকে মানুষ আস্থা ও বন্ধু হিসেবে বিবেচনা করে। তাই সবাইকে আপনজন হিসেবে বিবেচনা করে দায়িত্ব পালন করতে হবে।
শেখ হাসিনা বলেন, রাজনীতির নামে পুলিশের উপর যেন কেউ আক্রমণ করতে না পারে সেজন্য দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। অপরাধীদের সাজার ব্যবস্থা করতে হবে।
বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের মডেল, সেটা ধরে রেখে এগিয়ে যেতে হবে।