মনিরুজ্জামান সোহান, হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি বলেছেন, বিএনপি নির্বাচনে যাবে কি না এটি তাদের নিজেদের ব্যাপার। কিন্তু দেশের জনগণকে ভোটে যেতে বাঁধা দেওয়ার কোন প্রকার এখতিয়ার তাদের নেই। দেশের ক্ষতি করার উদ্দেশ্যে তারা যদি কোন ষড়যন্ত্র করে তাহলে জনগণকে নিয়ে অবশ্যই তাদেরকে প্রতিহত করা হবে।
জাতীয় শ্রমিক লীগের ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল হবিগঞ্জ পৌর টাউন হলে জেলা শ্রমিক লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এমপি আবু জাহির আরও বলেন, বিএনপি দেশে নির্বাচন হতে দেবে না বলে আন্দোলনের ডাক দিলেও রাস্তায় তাদেরকে পাওয়া যায় না। রাজপথে আওয়ামী লীগকে মোকাবিলা করার শক্তি বিএনপির নেই। তিনি তার বক্তৃতায় আরো বলেন মনে রাখতে হবে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের মানুষের উন্নয়ন হয়। বিশ্বের দরবারে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়ায়। এটিই আওয়ামী লীগ নেতাদের আত্মতৃপ্তি। দেশে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনকে আরও সুসংগঠিত করতে হবে।
জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ আরব আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মহিবুর রহমান চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে শ্রমিক লীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রধান অতিথিসহ নেতৃবৃন্দ কেক কেটে শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
দাইয়ানুর রহমান (সম্পাদক) তাপস কুমার ঘোষ (প্রকাশক) শিমুল হোসেন, (নির্বাহী সম্পাদক) আজহারুল ইসলাম-বাবলু হোসেন ( নির্বাহী সম্পাদক)
অফিসঃ পশ্চিম শেওড়াপাড়া- ইকবল রোড বাসা নং- ৪১৬/৪ মিরপুর ঢাকা-১২১৬,
Email: Info@sumoyersonlap.com, taposhg588@gmail.com,shimul00252@gmail.com
01715522822, 01728.855627, 01710118632, 01709255325
https://www.sumoyersonlap.com
কপি করা নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ।